অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটিয়া উপজেলার সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিষদের দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী,জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা চাচা খালেকের সুযোগ্য সন্তান ও চটগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক দিদারুল আলম দিদার।
গতকাল বুধবার(২২মে) বিকেলে পটিয়ার পৌর সদরের একটি কমিনিটি সেন্টারে পটিয়া সনাতনী সমাজ নামক ১টি ধর্মীয় সংগঠনের আয়োজিত সনাতনী সমাজের ধর্মীয় গুরু পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরান্দ পুরী মহারাজের সভাপতিত্বে এবং পৌরসভা পূজা পরিষদ নেতা বাবু প্রনব দাশের সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ও দক্ষিন জেলা মহিলা আঃমীলীগের সভানেত্রী চেমন আরা তৈয়ব বক্তব্যকালে বলেন,সকল ধর্মের মানুষের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ হয়েছিল।সেই যুদ্ধে অংশ গ্রহন করেছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম দিদারের পিতা চাচা খালেক নামক খ্যাত বীর মুক্তিযোদ্ধা খালেক।চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রার্থী সৎ,মেধাবান,প্রকৃত সমাজসেবীসহ পটিয়ার অসম্প্রদায়িক চেতনার বাতিঘর।তার সাথে প্রতিদদ্ধী প্রার্থী পটিয়ার আঃমীলীগের মৌসুমী পাখি।তিনি নিজের আখের গোছাতে সুকৌশলে পর্দাপন করেছেন।তাকে কিভাবে ভোটে বেচে নিবেন আপনারই বলেন।এ ছাড়া তার মত আরেকজন ভোটে পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তিনি।দিদারুল আপনাদের এবং আঃমীলীগ পরিবারের সন্তান তাকেই আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন।সেই সাথে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পটিয়ায় সঠিক ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যাশায় আগামী ২৯তারিখ দোয়াত কলম মার্কায় আপনাদের ভোট চাই,এক আহব্বান জানান তিনি।
এ সময়ে চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম দিদারের সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন,জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমি ভোটে জয়ী হলে চেয়ারম্যান হিসেবে নয় পটিয়ার সকল মানুষের সেবক হতে চাই।তাই আমি সনাতনী ভাই-বোনদের মূল্যবান ভোট আমার মার্কা দোয়া কলমে দিয়ে কাজ করার সৃষ্টি করার এক বিনীত আহব্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড.তাপসী ঘোষ রায়,জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক এড.চন্দন তালুকদার,
বিশিষ্ট দানবীর,উপজেলা ক্রীড়া সংস্হার সহ সভাপতি বাবু নিপুর চৌধুরী,মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্রচার্য্য,সাবেক সাধারন সম্পাদক প্রবাশ দাশ অমিত,দঃ জেলা আঃমীলীগ সহ সভাপতি আইয়ুব আলী,অধ্যাপক কানু গোপাল চৌধুরী,সদস্য নাছির উদ্দিন প্রমুখ