অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)থেকেঃ
পটিয়া জাদুঘর পরিচালনা কমিটির এক সভা বিগত
(৬ জুলাই) শনিবার পটিয়া অঙ্কুর স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সহ সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক নেছার আহমদ। কমিটির সাধারণ সম্পাদক শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ ‘র সাঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জাদুঘরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ভগিরত দাশ, এড,খুরশীদ আলম,মামুন আবদুলাহ,এড,মাঈনুল ইসলাম সুৃমন,লেখক রশিদ এনাম,আবদুর রহমান রুবেল,গিয়াসউদ্দিন সেলিম,? সৈয়দ তালুকদার খোকন, হামিম রায়হান প্রমুখ।
সভায় পটিয়ার ইতিহাস ঐতিহ্যের তথ্য সংগ্রহ ও লিপিবদ্ধ করার জন্য তামিম রায়হানকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
ছবির ক্যাপসনঃ পটিয়া জাদুঘরের সভায় বক্তব্য রাখছেন,বিশিষ্ট প্রাবন্ধিক লেখক নেছার আহমদ প্রমুখ।