অরুন নাথ,পটিয়া(চটগ্রাম) প্রতিনিধিঃ চটগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন এলাকার ঐতির্য্যবাহী মোহাম্মদ নগর শেখ রাসেল ক্রীড়া একাডেমির উদ্যোগে বাংলা বর্ষবরন,ঈদ পূর্ণমিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন উপলক্ষে সংগটনের সভাপতি সরোয়ার আজম খান এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার(২০শে এপ্রিল) বিকেল ৩টা কোলাগাঁও ইউনিয়ন এলাকার বাদামতল চত্বরে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন দক্ষিন জেলা আঃমীলীগ যুগ্ম সাধারন সম্পাদক প্রদীপ দাশ,উপজেলা আঃমীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরী,পৌর মেয়র আইয়ুব বাবুল।প্রধান বক্তা ছিলেন দক্ষিন জেলা আঃমীলীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: ফারুক।বিশেষ বক্তা ছিলেন উপজেলা আঃমীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ।সম্মানিত অতিথি ছিলেন এডভোকেট দীপক শীল,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক ডি এম জমির উদ্দিন,চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী,আমিনুল ইসলাম খান টিপু,লাখেরা সপ্রাবি পরিচালনা পরিষদ সভাপতি সুজিত বড়ুয়া শিমুল,সংগটনের উপদেষ্টা আরিফ মাহমুদ চৌধুরী।
আরো উপস্হিত ছিলেন সংগটনের নেতৃবৃন্দ আজিম মাহমুদ চৌধুরী,মো: আলমগীর,সাদ্দাম,শাওন,
তারেক,ফাহিম,আরাফাত,
রিফাত প্রমুখ।
উল্লেখ্য সভা শুরুতে স্হানীয় সাংস্কৃতিক শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত,নৃত্য পরিবেশন করা হয়েছে।এছাড়া ঐতির্য্যের বৈশাখী উৎসবের পান্তা ভাতসহ নানা রকমারির খাদ্য পরিবেশন করা হয় অনুষ্টানের অতিথিদের মাঝে।এবং সভা শেষে ক্রীড়া টুর্ণামেন্টে বিজয়ী টিম খেলোয়াড়দের মাঝে গোল্ডকাপ পুরস্কার একযোগে হাতে তুলে দেন অনুষ্টানের অতিথিবৃন্দরা।