1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে ৪র্থ ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ইউপি প্রশাসনিক কর্মকর্তারা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবদুল হাকিমের ইন্তেকাল আনোয়ারার বদলপুরায় ফুটন্ত ফুলের আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন রাংগুনীয়া হযরত কাংগালী শাহ্ সড়কের উদ্বোধন পটিয়ায় জিরি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(জিকু)’র ২৯তম বার্ষিক সাধারন সভা মাদকমুক্ত সমাজ গড়তে স্কুল পর্যায়ে খেলাধুলার ওপর জোর দিচ্ছে বিএনপি: মীর হেলাল চন্দনাইশ প্রেসক্লাব সাধারণ সভা অনুষ্ঠিত আবারো স্ব-পদে বহাল হলেন চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবু এখনো স্বপদে বহাল। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি ও চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা এ এম মাহবুব চৌধুরী বোয়ালখালীতে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ চার সন্ত্রাসী আটক

পটিয়া বিএনপির প্রস্তুতি সভায় এনামুল হক এনাম কারচুপি ও প্রহসনের নির্বাচনে জনগণের অংশগ্রহণ নেই।

  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপি এবং প্রহসনের মাধ্যমে গত ৭ জানুয়ারি ডামি ও আমি নির্বাচনের নাটক মঞ্চস্হ করে তারা আওয়ামী লীগ দখলদারিত্বের সরকার গঠন করেছে। ৭ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করেনি। গত ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনেও মানুষের উপস্থিতি ছিল না। ভোট সেন্টার গুলোতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং ও পোলিং অফিসার ভোটের বাক্স নিয়ে ভোটারের আগমনের জন্য অপেক্ষা করলেও জনগণ তাদেরকে নিরাশ করেছে। তেমনিভাবে আগামী ২১ ও ২৯ মে উপজেলা নির্বাচনেও মানুষ অংশগ্রহণ করবে না। কারণ এসব নির্বাচন অর্থবহ নয়।

তিনি গতকাল শনিবার (১৮ মে) বিকাল ৪টায় চাকতাইস্হ তার ব্যবসায়িক কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী সফল করতে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, সৈয়দ মনির আহমদ সেলিম, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দীন, হারুনুর রশীদ চৌধুরী, আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, আবদুল মাবুদ, উপজেলা বিএনপি নেতা মাহাবুল আলম, শরীফ উদ্দীন চৌধুরী, আবদুর রহিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পিয়ারু, জেলা কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর জাকের আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম চৌধুরী।

তিনি আরও বলেন, এ সরকারকে বিদায় করে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে না পারলে বাংলাদেশে কোনো পর্যায়ের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে না। শেখ হাসিনার অধীনে ন্যূনতম গ্রহণযোগ্য কোনো নির্বাচন সম্ভব নয়। এই সরকার দেশের মানুষকে জিম্মি করে গনতন্ত্রকে হিমঘরে পাঠিয়ে নিজেদের মধ্যে হালুয়া-রুটি ভাগের অসম প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। ফ্যাসিবাদী ও কতৃত্ববাদী আওয়ামীলীগ সরকারের হাত থেকে গনতন্ত্র পুনরুদ্ধার করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। পৃথিবীতে কোন স্বৈরশাসক সারাজীবন ক্ষমতায় থাকতে পারেনি। আওয়ামীলীগের পরিনতিও সেভাবেই হবে।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসির আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবছার, জিরি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ইব্রাহিম সওদাগর, সাধারণ সম্পাদক আবুল হোসেন বাবুল, হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল হোসেন জামাল (চেয়ারম্যান), সাধারণ সম্পাদক আলী আকবর, আশিয়া ইউনিয়ন আহ্বায়ক আবু তৈয়ব চৌধুরী, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আকতার মেম্বার, শোভনদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আহমদ, ধলঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান বাদল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, কচুয়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কেলিশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলম মেম্বার, সাধারণ সম্পাদক আবদুর রহিম, ছনহরা ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক মন্জুর আলম মন্জু, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন, হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আব্বাস মুরাদ, কাশিয়াইশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবুল বশর, হাফেজ বিএনপি নেতা হাফেজ সোলাইমান, জাগের মেম্বার, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সাদেক, আলী আকবর মেম্বার, পটিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নবী টুটুল, যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল সিকদার সুমন, মোহাম্মদ ইসমাইল হোসেন, সাইফুর রহমান, কাজী আরিফ উল্লাহ, এডভোকেট আরিফুর রহমান তারেক, মাহফুজুর রহমান, শহিদুল আনোয়ার লিটন, এমরানুল হক (বাহাদুর), মোহাম্মদ সোলাইমান, হেলাল উদ্দিন এরশাদ, সদস্য নূরুল হোসেন খাঁন, মিজানুর রহমান কফিল, উপজেলা স্বেচ্ছাসেবক নেতা সদস্য মোহাম্মদ সৈয়দ, মোহাম্মদ সাজ্জাদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ ইমরান, উপজেলা ছাত্রদল নেতা কামরুল হাসান জুয়েল, লিংকন বড়ুয়া, সেকান্দর হোসেন ডেভিড, আকিব রায়হান, মনির উদ্দীন নয়ন, কায়সার আলম, ওমর ফারুক, মোহাম্মদ রানা, খলিল মীর কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ মাহিন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট