[ডেক্স রিপোর্ট ]
দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তি পেতে হলে মানব সেবা ও সেচ্চায় সমাজ উন্নয়নের বিকল্প নেই। সম্বর্ধিত অতিথি পটিয়া প্রবাসী ক্লাবের অন্য তম প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম ফরিদ। পটিয়া প্রবাসী ক্লাব সৌদি আরব শাখার,ক্লাবের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও আবুল কালাম চৌধুরীর.সঞ্চালনায়এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সৌদি আরব বাংলাদেশ গন মাধ্যম ফোরামের সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা আইয়ুব আলি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সহসাধারণ সম্পাদক শাহ আলম হান্নান, ও আব্দুল জলিল,উক্ত সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন সংগঠন এর সহ সভাপতি ইয়াছিন পারভেজ, গাজী টিভি মক্কা প্রতি নিধি, সেলিম আহমেদ,এটি এন বাংলা মক্কা প্রতিনিধি সাজেদুল ইসলাম,ও মোহাম্মদ হানিফ, উক্ত অনুশ্ঠানে কুর আন তেলোয়াত করেন হাফেজ মাওলানা নুরুন নবী,
পরিশেষে মানবতার কল্যাণে বিশেষ অবদান রাখাই শহিদুল ইসলাম ফরিদ কে বিশেষ সম্মমনা ক্রাচ প্রধান করা হয় । একই সাথে প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী কে প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখাই সম্মমনা ক্রাচ প্রধান করেন।
একই সাথে মানবতার কল্যাণ বিশেষ ভূমিকা রাখাই সংগঠন এর উপদেষ্টা আইয়ুব আলি,সিনিয়র সহসভাপতি
আলহাজ্ব জিয়াউল হক জিয়া,সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম হান্নান,যূগ্ন সম্পাদক আব্দুল জলিল কে ও অভিন্ন সম্মমনা ক্রাচ প্রধান করেন উক্ত ক্লাবের পক্ষ থেকে।সবশেষে পবিত্র হজ্বে আসা সম্মানিত হাজী সাহেবদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।