অরুন নাথ,পটিয়া(চটগ্রাম) প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার পৌরসভার সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে পৌরসদর এলাকার
আরাকান সড়কে নবনির্মিত ডিভাইডারে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ভোধন হয়েছে।
রবিবার(১৪ই জুলাই)সকাল ১০টার দিকে পৌরসভা কর্তৃপক্ষ এবং আল মাজেদ ট্রাষ্ট্রের যৌথ উদ্যোগে এ বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেছেন পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল।
এসময়ে উপস্হিত ছিলেন কাউন্সিলর গোফরান রানা,পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ নেজামুল হক,আল মাজেদ ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর মো: বাহাদুর হাদেমী,
পৌর কর নির্ধারক মো: শরীফ খান,পৌর লাইসেন্স পরিদর্শক বাবু বিধান দাশ,পৌর কর বিভাগ অফিস সহায়ক জয়নাল আবেদিন,
কনন্জারভেন্সী পরিদর্শক অরজিত কুমার দাশ,কর আদায়কারী তপন কুমার শর্মা,উপ-সহকারী প্রকৌশলী শাহ জাহান।আরো উপস্হিত ছিলেন মেয়রের একান্ত সচিব মোঃ হাসান আলী মোঃ সাফিন প্রমুখ।