অরুন নাথ,পটিয়া প্রতিনিধি: মহান একুশে ফ্রেব্রুয়ারী মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ।
এ উপলক্ষে পটিয়া উপজেলার ঐতির্য্যবাহী কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজের কনফারেন্স হল প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবারো মাতৃভাষা আন্দোলনে বীর শহীদের আত্মার মাগফেরাৎ কামনায় দোয়া-মাহফিল এবং বিদ্যালয়ে স্হাপিত বীর শহীদ স্মৃতিসৌধে বিনম্ব্র শ্রদ্ধান্জলী প্রদান করা হয়েছে।
এ সময়ে উপস্হিত ছিলেন কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজ গর্বনিং বডির সভাপতি ও উপজেলা আ:মীলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ এমরান,অধ্যক্ষ নেজামুল ইসলাম,দাতা সদস্য ও আ:মীলীগ নেতা আলহাজ্ব জসিম উদ্দিন,অবিভাবক সদস্য মো: জাবের,মো: হোছাইন,
সহকারী প্রধান শিক্ষিকা জাহেদা আকতার,কলেজ শাখার কো-অডিনেটর রবিউল আলম,শিক্ষক মৌ: ইউছুপ চৌধুরী,ওসমান সিকদার,আনোয়ারুল হক নুরী,জাহাঙ্গীর আলম সহ শিক্ষক,শিক্ষিকা,কর্মকর্তা,
কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ।