পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
চট্টগ্রামের পটিয়া- কর্ণফুলী উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির বিশেষ সাধারণ সভা ৬ মে সোমবার সন্ধায় কর্ণফুলী কমিউনিটি সেন্টারে আহবায়ক আলহাজ্ব আবুল হাসেম মুন্নার সভাপতিত্বে সদস্য সচিব নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভার শেষে ৩১ সদস্য বিশিষ্ট একবছরের জন্য পটিয়া- কর্ণফুলী উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক
আছহাব উদ্দিন। উপদেষ্টা মো: ইসহাক, মো: নুরুল ইসলাম, আবুল হাসেম, সহসভাপতি নুরুল আলম ভোলা, শফি সও: মাহবুব সও: , যুগ্ম সম্পাদক মজিবুর রহমান, আবু সৈয়দ, অর্থ সম্পাদক সাইফু, সহ অর্থ সম্পাদক রুপন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ম বখতিয়ার, হালিম,প্রচার সম্পাদক ইয়াসিন শাহজাদা আলমগীর,আজিজ সও: দপ্তর সম্পাদক সাইফু, দিদার,ফারুক, সদস্য শেখ আহমদ লেদু, শাহজাহান, রুখন প্রমুখ।-
সভায় বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।