৫ই এপ্রিল ২০২৪,২৫ রমজান চট্টগ্রামের পটিয়া উপজেলায় কর্ণফুলী কমিউনিটি সেন্টারে পটিয়া এসএসসি পরিবারের কর্তৃক ১০০০ জনের জন্য ইফতারের আয়োজন করা হয়।
পটিয়া এসএসসি পরিবারের ভলান্টিয়ার, মডারেটর এবং এডমিনদের অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায় পটিয়ার ২৬টি এতিমখানার প্রায় ১,০৫০ জন শিক্ষার্থীর মাঝে, পটিয়ার বিভিন্ন স্থান যেমন মেডিকেল গেইট, রেল স্টেশন সংলগ্ন এলাকায় ৫০ জন পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে এবং প্রায় ৮০ জন ভলান্টিয়ারসহ ১,২০০ জনকে এসএসসি পরিবার আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সংযুক্ত করতে করে এবং ইফতার পৌঁছে দিয়েছে।
সন্ধ্যা ৬ টার আগেই ২ জন করে প্রতিনিধি ইফতারি নিয়ে ২৬টি এতিমখানায় পৌছে যান এবং সংশ্লিষ্ট এতিমখানায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে নির্ধারিত সময়ে এতিমদের সাথে ইফতার করেন।
এসএসসি পরিবার পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করেছে । এই আয়োজনকে ঘিরে তারা গত এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। কয়েকজন মডারেটর গত ২ দিন ধরে না ঘুমিয়ে অক্লান্ত পরিশ্রম করে আয়োজনকে সফল করেছেন।