অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলা বড়লিয়া ইউনিয়ন এর সনাতন ধর্মালম্ভীদের সাথে পটিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি’র এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
এ মতবিনিময় সভা বড়লিয়া ইউনিয়ন এলাকার মেলঘর গ্রামের স্বামী জগদানন্দ আশ্রম মাঠ প্রাঙ্গনে গতকাল শনিবার(২রা সেপ্টম্বর)সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ২টা নাগাদ সভা সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী এমপি বক্তব্যকালে বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়ে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে দৃশ্যামান উন্নয়ন করেছেন।সেই ধারাবাহিকতায় পটিয়ায় তার বরাদ্দে দুই হাজার কোটির টাকার উন্নয়ন কাজ হয়েছে।পটিয়ার প্রতিটি ইউনিয়নের ধারাবাহিক উন্নয়নের মাঝে বড়লিয়া ইউনিয়নেও দৃশ্যামান উন্নয়ন হয়েছে।যাহা আপনারা অবগত আছেন।আমি চাই আমার পটিয়ার স্কুল,কলেজ,রাস্তা ঘাট,মন্দির,মসজিদ গীর্জা,থেকে শুরু করে মানুষের কল্যানজনক সকল উন্নয়ন কাজ প্রতিটি এলাকার আরো দৃশ্যামান নগর হিসেবে গড়ে তুলতে।প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পটিয়ার উন্নয়ন দেশের মডেল হিসেবে এক ঘোষনায় আখ্যায়িত করেছেন।সেই হিসেবে বড়লিয়া ইউনিয়নে অসম্পূর্ন উন্নয়ন কাজ যা আছে খুব দ্রুত করা হবে আপনারা নিশ্চিত থাকেন।পটিয়ায় সন্ত্রাসী কর্মকান্ডে কোন হিন্দু সম্প্রদায়ের জায়গা জবর দখল সহ কোন অনিয়ম চলবেনা।বিএনপি-জামাত জোটের মাধ্যমে দেশে সাম্প্রদায়িকতা বিরাজ করছে।তারা আবারো অগ্নি-সন্ত্রাস কর্মকান্ডে বিদেশী এজেন্ডা বাস্তবায়েন উটে পড়ে লেগেছে।তাদের অপকর্মকে প্রতিহত করতে সনাতনীদের সজাগ দৃষ্টিতে ঐক্যবদ্ধ থাকতে হবে।কোন অপশক্তি আপনাদের উপন আঘাত করলে তার জবাব ঐক্যবদ্ধ হয়ে দিতে হবে এভাবে আরো অনেক কথা বলেন তিন।
সনাতনী সমাজ বড়লিয়া ইউনিয়নের আহব্বায়ক বাবু উওম কান্তি দাশ এর সভাপতিত্বে এবং বাবু বাবলা দাশের সঞ্চালনায় এ মতবিনিময় সভার আর্শীবাদক অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুন্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।সম্মানিত অতিথি ছিলেন বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল ইসলাম সানু।স্বাগত বক্তব্য রাখেন বাবু অরুন শীল।
এ সময়ে উপস্হিত ছিলেন সমাজসেবক বাবুল কান্তি চৌধুরী,হরিপদ দাশ,জগদীশ মল্লিক,শংকর দও,রনজিত দাশ,সন্তোষ দাশ,যীষু আচার্য্য,যাদব মল্লিক,আহব্বায়ক কমিঠির সদস্য সুজিত,নির্মল,অজয় রাজীব,উজ্বল দোলন,জয় গোপাল প্রমুখ।