অরুন নাথ,পটিয়া,প্রতিনিধিঃ
আজ রোববর (২১শে মে)পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন এলাকার মহিরা সার্ব্বজনীন শিব মন্দির ও শিব গোত্রীয় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে শুভ উপনয়ন গ্রহন উপলক্ষে মহতী বক্ষযজ্ঞ সহ আরো ধর্মীয় মর্যাদা সম্পন্ন আচার-বিধি মেনে বর্ণাঢ্য এক অনুষ্টান ভাবগাম্ভির্য্যে অনুষ্টিত হয়েছে।
এতে নবীন,প্রবীন মিলিয়ে ৫৬ জন শিব গোত্রীয় ব্যক্তি বেদমন্ত্রপাট ও মহতী ব্রক্ষযজ্ঞ সূত্রে উপনয়ন গ্রহন করেছেন তারা।
এ অনুষ্টানের পৌরহিত্য ও উপনয়ন প্রদান করেন পার্বত্য জেলা রাঙ্গামাটি এলাকার বাঙ্গালখালী সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ
শ্স্বামী সনাতন ঋষি মহারাজ।
মহতী ব্রক্ষযজ্ঞে আহুতি প্রদান করেন শ্রীমৎ স্বামী শিবানন্দ মহারাজ, শ্রীমৎস্বামী ভবানন্দ মহারাজ, শ্রীমৎ স্বামী রাখালানন্দ মহারাজ,শ্রীমৎ স্বামী তাপসানন্দ মহারাজ সহ আরো অন্যান্য বিভিন্ন মঠ মন্দিরে মহারাজ উপস্থিত ছিলেন।
গীতাপাঠক ছিলেন বিশিষ্ট পাটক বাবু লিটন কান্তি দেব নাথ সহ তার দলের যন্ত্রসংগীত শিল্পী বৃন্দ।
এ সময়ে উপস্হিত ছিলেন শিব মন্দির ও মহশ্মশান কার্যকরী পরিষদ সভাপতি ডাঃ উজ্জ্বল নাথ, সহ-সভাপতি ঝুন্টু নাথ,সাধারণ সম্পাদক নিউটন নাথ,সহ-সাধারন সম্পাদক সবুজ নাথ,অর্থ সম্পাদক সুমন নাথ,নান্টু নাথ,রাজীব নাথ,উজ্বল নাথ,পংকজ নাথ,মিশন নাথ আশীষ নাথ প্রমুখ।
এ অনুষ্টান সকাল ৮টায় Let’s হয়ে নানান ধর্মীয় অনুষ্টান মালার মধ্য দিয়ে বিকেল ৫টায় সম্পন্ন হয়।