অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটিয়া উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরী(৭৪) শনিবার (২৯শে জুন) সন্ধ্যা ৬টার দিকে পটিয়া উপজেলার মনসা নিজ গ্রামের বাসভবনে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন….।তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করান।এরপর চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্হায় না ফেরার দেশে চলে যান।তিনি মৃত্যুকালে এক স্ত্রী,দুই কন্যা ও চার পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
রবিবার সকাল ১০টার দিকে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরীর নিজ গ্রাম পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন মনসা তৈয়্যবিয়া জামে মসজিদ মাঠে তার আত্মার মাগফেরাৎ কামনায় নামাজ জানাযা ও দোয়া মোনাজাত অনুষ্টান অনুষ্টিত হয়েছে।এরপরবর্তী সময়ে উপজেলা প্রসান কর্তৃক মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের চৌধুরীর মরদেহের কপিনে জাতীয় পতাকা,বিনম্ব্র শ্রদ্ধান্জলী প্রদান এবং রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অনার প্রদান প্রদান করা হয়েছে।এ গার্ড অনারে প্রদানে অংশ গ্রহন করেছেন উপজেলা ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাবু প্লাবন কুমার বিশ্বাস।
এ সময়ে উপস্হিত ছিলেন উপজেলা আঃমীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ,পটিয়
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন,উপজেলা আ:মীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান টিপু,সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী,কুসুমপুরা ইউনিয়ন আঃমীলীগ সাধারন সম্পাদক এডভোকেট হোসাইন রানা,সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু,সাবেক চেয়ারম্যান মোঃ নেছার,উপজেলা আ:মীলীগ নেতা জসিম উদ্দিন,সাবেক যুবলীগ নেতা আবু সাদাত মোঃ সায়েম মরহুমের সন্তান সাহেদ চৌধুরী।
আরো উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে জামাল উদ্দিন খান,বাবু প্রদ্যুৎ পাল,মাষ্টার ইউছুপ,আবু তাহের,এম এ হাকিম,মোঃ ইসাহাক(ব্যাংকার),জায়দুল হক,কবির আহমদ,নুরুল আলম,নাজমুল হক,মুন্সি মিয়া,আহমদ নুর সহ এলাকার বিশিষ্ট সমাজসেবক বৃন্দ এবং নানা শ্রেনী পেশার হাজারো মানুষের উপস্হিতিতে এসব আনুষ্টানিকতা শেষে পারিবারিক কবরস্হানে দাপন কার্য সম্পন্ন করা হয়েছে।
এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরীর মরদেহের কপিনে বিনম্ব্র শ্রদ্ধান্জলী প্রদান করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড,কুসুমপুরা ইউনিয়ন আঃমীলীগ পরিবার,উপজেলা ছাত্রলীগ সহ আরো বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক ব্যানার ও বিনম্ব্র শ্রদ্ধান্জলী প্রদান করা হয়েছে।
উল্লেখ্য মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরীর ছবিযুক্ত এক স্ট্যাডার্স দিয়ে স্বজন-সুহৃদ সামাজিক যোগাযোগের মাধ্যমে মৃত্যু সংবাদ জানালে সেই ছবি ভাইরাল হয়ে ঝঁড় উটে শোক বার্তার।
এ বিষয়ে তার সন্তান সাহেদ চৌধুরী বলেছেন আমার পিতার প্রতি এত মানুষের ভালবাসা আমি পিতাকে হাঁড়িয়ে বুঝতে পারলাম আজ।এ বিষয়ে আমি সবার প্রতি পরিবারের পক্ষ খেকে কৃতজ্ঞতা জানাই।এবং আমার পিতার আত্মার মাগফেরাৎ ও দোয় কামনায় চেনা-অচেনা সকলের প্রতি বিনীত আহব্বান জানান তিনি!