1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৮ জুন ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী সুবর্ণচরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ বোয়ালখালীতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান বোয়ালখালীতে অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত ও মজুদের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ডোবায় পড়ে বোয়ালখালীতে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু বোয়ালখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক, খোয়া গেল অটোরিকশা-মোবাইল-নগদ টাকা নাচ-গান-আবৃত্তিতে প্রত্যয়ের বর্ষাবরণ পটিয়ায় ঐতিহাসিক হাজী আনোয়ার আলী জামে মসজিদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সোনাইমুড়ী প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে পকেট কমিটি নয়, ত্যাগীদের স্বীকৃতি চাই: বোয়ালখালী বিএনপি

পটিয়ার দুই উপজেলা  চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বাকবিতন্ডায় হাতাহাতি মারামারি

  • প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি তৃতীয় ধাপে উপজেলার পরিষদ নির্বাচন আগামী ২৯ মে। চট্টগ্রামে পটিয়া উপজেলার নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারি হাতাহাতি ঘটনা ঘটেছে। (১১ মে) শনিবার সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম নগরীর পিটস্টপ রেঁস্তোরার সামনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি ও অপর চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম মহানগর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে। এ ঘর্টনার আগে পটিয়াস্থ দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা প্রার্থীদের নিয়ে সমাঝোতার বৈঠক করেন। একক প্রার্থীর বিষয়ে কেউ কাউকে ছাড় না দেওয়ায় বৈঠকে দলীয় ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে পিটস্টপের সামনে চেয়ারম্যান প্রার্থী বদিউল আলম ও দিদারুল আলমের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দিদারুল আলম চেয়ারম্যান প্রার্থী বদিউল আলম বদির
সাথে মারামারি হাতাহাতি ঘটনায় বদিউল আলম বদির এক অনুসারী দিদারুল আলমকে মারধর করে মাটিতে ফেলে দেন। জানা গেছে, ৬ষ্ঠ ধাপে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে ২৯ মে হবে। এ নির্বাচনে প্রার্থী হয়েছেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, চট্টগ্রাম মহানগর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ও উপজেলা কৃষক লীগ আহবায়ক সৈয়দ নুরুল আবছার। (১২ মে) (রবিবার) প্রত্যাহারের শেষ দিন। এ কারণে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ পটিয়াস্থ নেতৃবৃন্দরা একক প্রার্থীর বিষয়ে (১১ মে) শনিবার বিকেলে সমাঝোতা বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত না হওয়ার দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাতাহাতি মারামারির
ঘটনা ঘটে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ায় উভয়ে মধ্যে বেশ কিছু নেতাকর্মী মারমুর্খী অবস্থান নেয়। সে সময় সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে কোন ঘটনা ঘটেনি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচন পরিবেশ নষ্ট না হয় সে জন্য মনোনয়ন প্রত্যাহার আগে পটিয়ার উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে নগরীর পিটস্টপ রেঁস্তোরার সমঝোতা বৈঠকের আয়োজন করি । বৈঠকে কেউ কাউকে ছাড় না দেওয়ায় একক প্রার্থীর বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে চেয়ারম্যান প্রার্থী বদিউল আলম দলের সিনিয়র নেতাকর্মী নিয়ে গালাগালি করায় অপর চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম প্রতিবাদ করে। এসময় তাদের মধ্যে মারামারি হাতাহাতির ঘটনা ঘটে। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য নাছির উদ্দিন জানান, প্রার্থীদের সমঝোতা বৈঠক শেষে চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম ও বদিউল আলমের মধ্যে হাতাহাতি হয়। মূলত দলের সিনিয়র নেতাদের কে বদিউল আলম গালিগালাজ করায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে দুই চেয়ারম্যান প্রার্থীকে ফোন করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট