অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধি:
চটগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন(নাথপাড়া) গ্রামের বিশ্বম্বর ভগীরত উপাসনালয় প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবার শ্রীমা পরমেশ্বরী অবধূতজীর ১০ম তিরোধান দিবস পালিত হয়েছে।
এতে পরমেশ্বরী অবধূতের সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজসেবক বাবু অরুন কান্তি নাথ ও পরিবারবর্গের আয়োজনে দিনব্যাপী ধর্মীয় এ অনুষ্টানমালায় চন্ডীপাট,সমবেত উপাসনা,পুস্পযজ্ঞ,বস্ত্র বিতরন আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরনসহ এক আলোচনা সভা অনুষ্টি হয়েছে।
এ সভা বাবু বৈকুন্টু মোহন নাথ এর সভাপতিত্বে এবং বিবেকানন্দ নাথের সঞ্চালনায় মঙ্গলবার(১২ই মার্চ) অনুষ্টিত সভার প্রধান অতিথি ছিলেন জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ:মীলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খান টিপু।
প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মীয় ভাগবতীয় বক্তা মাষ্টার দুলাল কান্তি নাথ।সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট ধর্মীয় বক্তা চাঁন হরি মন্ডল,সমাজসেবক মৃদুল কান্তি নাথ,পরমেশ্বরী অবধূতের সন্তান ও বিশিষ্ট সমাজসেবক অরুন কান্তি নাথ,ইউপি সদস্য লুৎফর রহমান লুতু,নাছির উদ্দিন চৌধুরী,সমাজসেবক অনিল কান্তি নাথ মহাজন,সুনীল কান্তি নাথ,রনধীর বিকাশ নাথ,সমীরন কান্তি নাথ মহাজন,সাংবাদিক অরুন কান্তি নাথ,বাবু তপন কান্তি নাথ মহাজন,সনব কান্তি নাথ,রূপন নাথ।
আরো উপস্হিত ছিলেন শ্রীমৎ নিরর্জ্জনানন্দ পুরী মহারাজ,শ্রীমৎ রাজেন্দ্র মহারাজ,শ্রীমৎ সর্ব্বানন্দ অবধূত,শ্রীমৎ নিগমানন্দ অবধুত,শ্রীমা গীতা ব্রক্ষচারী,শ্রীমা স্নেহ বালা অবধূত প্রমুখ।
উল্লেখ্য এ সভা শেষে গরীর,দু:খী,মেহনতী প্রায় আট শতাধীক মানুষের মাঝে শাড়ী,লুঙ্গী,ধূতী এসব বস্ত্র হাতে তুলে দেন অনুষ্টানের উপস্হিত অতিথি বৃন্দরা।