অরুন নাথ,পটিয়া(চটগ্রাম) প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন ৪নং ওয়ার্ড (নাথপাড়া)গ্রামে স্বর্গীয় যোগেন্দ্র নাথের সন্তান বাবু বিবেক কান্তি নাথের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্টানে আকস্মিক আগুন লেগে দোকানে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার(১৯শে ডিসেম্বর)রাত ১১টা নাগাদ দোকানটিতে আগুন লাগছে এ খবর এক পথচারীর আত্ম চিৎকারে ছুটে আসেন স্হানীয় বাসিন্দারা।এমতাবস্হায় পাশ্ববর্তী দুইটি পুকুর থেকে প্রায় স্হানীয় লোকজন সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বালতি,কলসী দিয়ে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রনের অসীম প্রচেষ্টা চালানোর পরেও আগুনের লেলিহান বেড়ে গিয়ে দোকানটি অবশেষে পুড়ে ছাইয়ে পরিনত হয়েছে মর্মে স্হানীয় লোকজন সূত্রে সরেজমিন জানা যায়।তারা আরো বলেন,এই ভয়াবহ আগুনের লেলিহান বেড়ে গিয়ে পাশ্ববর্তী দুইটি মধ্যে একটি মুদির দোকান আরেকটি চা রেস্তুোরা সহ মোট তিনটি দোকানের মধ্যে প্রবেশ করে আগুন।স্হানীয়দের প্রচেষ্টায় আগুন লাগা দোকান পুড়ে ক্ষতি হলেও পাশ্ববর্তী অন্য দুইটি দোকান আংশিক ক্ষতি সাধন হয়ে দোকানগুলোর বড় ধরনের থেকে রক্ষা পায় স্হানীয়দের আগুন নিয়ন্ত্রন প্রচেষ্টায়।
উল্লেখ্য ক্ষুদ্র ব্যবসায়ী বিবেক নাথ একজন কৃষিজীবি লোক ছিলেন।তার দুটি সন্তান মধ্যে এক ছেলে টম টম গাড়ী চালক।তার কষ্টার্জিত আয়ে একটি নিজস্ব গাড়ী ক্রয় করে নিজেই গ্রামীন নগরে গাড়ীটা চালান বিবেক নাথের পুত্রসন্তান জনি নাথ।দোকানটির একটি পাশ্ববর্তী জায়গা দিন শেষে রাতে গাড়ীটি গ্যারেজ আকারে রাখেন।এই আকস্মিক আগুনে দোকানের অন্যান্য জিনিস পত্রের সাথে গাড়ীটি পুরে চাইয়ে পরিনত হয়।এতে দোকানের প্রায় দুই লক্ষাধীক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে মর্মে দোকান মালিক বিবেক নাথ জানায়।এসময়ে তিনি আরো বলেন,জীবনের শেষ প্রান্তে এসে সন্তানদের আয় রোজগারে তিল তিল করে গড়ে উটার এক স্বপ্ন দেখেছিলাম।আজ সেই স্বপ্ন ভঙ্গ হয়ে পরিনত হলাম বেঁচে থেকেও পঙ্গুত্ববরন।