1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ সদস্যদের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চেয়ারম্যান – সচিবের দ্বন্দ্বে বোয়ালখালীতে ভোগান্তিতে জনসাধারণ বোয়ালখালীতে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী সিআইপি বোয়ালখালীতে শরীফ ওসমান বিন হাদির  গায়েবানা জানাজা বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বোয়ালখালীতে ধানের শীষের সমর্থনে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় সভা চন্দনাইশে হাজী আবদুল গফুর-আনজুমান আরা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ বোয়ালখালীতে বরযাত্রীবাহী টুকটুকি উল্টে যুবক গুরুতর আহত পবিত্র ঈদে মিলাদুন্নবী স্মরণে আজিমুশশান মাইজভান্ডারী মিলাদ মাহফিল

পটিয়ার জিরি গ্রামের হরগৌরি ও মগদেশ্বরী মন্দিরের প্রতিষ্টাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

 

পটিয়ায় জিরি(নাথপাড়া)শ্রী শ্রী হরগৌরি মন্দির ও মা মগদেশ্বরী সেবা মন্দিরের প্রতিষ্টাবার্ষীকী ও সূর্য্যব্রত পূজা আগামী (৯ই ফ্রেব্রুয়ারী)রোজ রবিবার এক মহামিলন মেলা অনুষ্টিত হতে যাচ্ছে।
এতে দিনব্যাপী এ অনুষ্টান সূচীতে রয়েছে গীতাযজ্ঞ,
সূর্যব্রত পূজা,টেলিভিষন ও বেতার শিল্পীবৃন্দের উপস্হিতে এক মনোজ্ঞ ধর্মীয় সঙ্গীতানুষ্টান সহ আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন করা হইবে।
এ উপলক্ষে গতকাল শনিবার(১লা ফেব্রুয়ারী) সন্ধায় মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে স্হানীয় সুধীজনদের সাথে অনুষ্টানের সফলতা কামনায় এক প্রস্তুতি সভা সাংবাদিক অরুন কান্তি নাথের সভাপতিত্বে এবং মন্দির পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক মাষ্টার খোকন কান্তি নাথের সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে।
এ প্রস্তুতি সভায় আর্শীবাদক হিসেবে বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরী মহারাজ,শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক বাবু সনব কান্তি নাথ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি ও মন্দির উন্নয়নের রূপকার বিশিষ্ট সমাজসেবক বাবু সমীরন কান্তি নাথ মহাজন।
বক্তব্য রাখেন মন্দিরের ভক্তপ্রবর যথাক্রমে বাবু রাস মোহন নাথ,বাবু চন্দ্র মোহন নাথ,বাবু মাখন চন্দ্র নাথ,বাবু খোকন কান্তি নাথ,বাবু গৌবিন্দ চন্দ্র নাথ,
বাবু কৃষ্ণ মিলন নাথ,বাবু কল্যান কান্তি নাথ,বাবু বাদল কান্তি নাথ প্রমুখ।
এ সময়ে উপস্হিত ছিলেন বাবু নিরোধ বরন নাথ,
প্রফুল্ল রন্জন নাথ,বাবু ফনিন্দ্র নাথ,খোকন নাথ,বৈকুন্টু নাথ, নেপাল নাথ,বাসু নাথ,তাপস নাথ সহ আরো স্হানীয় ব্যক্তিবর্গ।
উল্লেখ্য এ সভা শুরুর পূর্ববর্তী সময়ে অনুষ্টানের মঙ্গল কামনায় এক সমবেত প্রার্থনা অনুষ্টান মন্দির প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে।
প্রস্তুতি সভায় বক্তরা বলেন এই হরগৌরি ও সেবা মন্দির সার্বজনীন একটি প্রতিষ্টান।সকলের অংশগ্রহন ও সহযোগিতার মাধ্যমে মন্দিরটি পরিচালিত এবং বার্ষিক অনুষ্টান পালন করা হয়।সেই হিসেবে প্রতিবছরের ন্যায় এবারো সার্বিক সহযোগিতা দিয়ে নিজ স্বমহিমায় দায়িত্ব পালনের মাধ্যমে অনুষ্টানের শ্রীবৃদ্ধি সুশৃংখলার রক্ষার কাজে সকলের আন্তরিক অঙ্গীকার করার মধ্য দিয়ে অনুষ্টান সফল করতে বদ্ধপরিকর,এমন আরো কথা বলেন তারা।
এ মহামিলন মেলায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে উপস্হিত হয়ে ধর্মীয়সূধা আশ্বাধন ও আনন্দবাজারে মহাপ্রসাদ আশ্বাধন করার জন্য বিনীত এক আহব্বান জানান অত্র মন্দির পরিচালনা পরিষদ নেতৃবৃন্দ ও সভায় উপস্হিত স্হানীয় সুধীজনরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট