অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ চটগ্রামের পটিয়া উপজেলার চরকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রবিবার(১৯শে নভেম্বর-০২৩) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মিতাশ্রী চক্রবর্ওীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বাবু অনুপ কুমার রক্ষিতের সঞ্চালনায় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচন সভা,দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এ. এইচ. এম মনজুর। বিশেষ অতিথি ছিলেন চারকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য জনাব আব্দুল মালেক। সম্মানিত অতিথি ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য জনাব মোঃ ফোরকান ও জনাব মোঃ আলমগীর। চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য জনাব মোঃ মাহবুবুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিটিআই কমিটির সদস্য মিসেস কুসুম আক্তার। শিক্ষক মন্ডলী যথাক্রমে- মিসেস দীপিকা পাল, তাপসী রানী বড়ুয়া, মোঃ আব্দুল আলীম, মোঃ ওহিদুজ্জামান, লিপি বড়ুয়া, নিশু দাস প্রমুখ।
উল্লেখ্য সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তরা বলেন বিদ্যালয়ের সুনাম রক্ষা ও শিক্ষা জীবন আরো এগিয়ে যেতে পড়া-লেখায় মনযোগী হয়ে পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করতে হবে এসব আরো কথা বলেন তারা।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত