বীর পটিয়ার কৃতি সন্তান, সাবেক সাংসদ মরহুম শাহনেওয়াজ চৌধুরী মন্টু র ২৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পটিয়া সাবেক ও বর্তমান ছাএনেতাদের উদ্দেগে খতমে কুরআন, দোয়া মাহফিল, পুস্প অর্পন, কম্বল বিতরণ ও মেজবানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা, গাজী সিরাজ, রেজাউল করিম নেচার, জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম চৌধুরী, কলিমউল্লাহ চৌধুরী, আবু জাফর, দিল মোহাম্মদ, হাসানুজ্জামান বাবু, ফজলুল কাদের, শহীদ, জমিরউদ্দীন মানিক, রবিউল হোসেন রবি, সাজ্জাদ হোসেন, রবিউল হোসেন বাদশা, গাজী মনির, সাব্বির, আবদুল আজিজ, নুরুল হুদা, বেলাল হোসেন, ফজলুল করিম, মোস্তফা মোরশেদ ননাই, সেলিম মাষ্টার, নুরুল হক মেম্বার, সাগর, শাহ আলম, শওকত, মামুন, আবদুল মোতালেব মনু, নাজমুল, নাজিম , কাদের, আনিস, আলী আজগর, শাহজাহান সাজু, আলী আব্বাস, আলমগীর, ফোরকান, জসিম উদ্দিন, রাব্বু মেম্বার, ইফতেখার, শাহেদ মাহমুদ, জাহাঙ্গীর, গাজী দিদার, ইমতিয়াজ, কুদ্দুস, সেলিম, ফরিদ, বাদল, মুজিব মেম্বার, জামাল উদ্দীন মিন্টু, কালাম, হেলাল সবুজ,তুষার,সরোয়ার, মুন্না, সহ আরে অনেক।