অরুন নাথ,পটিয়া(চটগ্রাম) প্রতিনিধিঃ
শিক্ষাবান্ধব সফল রাষ্ট্রনায়ক গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার চটগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত ৪র্থ তলা বিশিষ্ট একডেমিক ভবনে শুভ উদ্ভোধন ও মা সমাবেশ গতকাল রবিবার(৩০শে)জুলাই সকাল ১১টা নাগাদ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।
এ আলোচনা সভা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ছগির চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক রাশেদ উদ্দিনেন পরিচালনায় অনুষ্টিত হয়েছে।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চটগ্রাম অঞ্চলের প্রকৌশলী প্রদীপ কুমার সরকার,পটিয়ার মাধ্যমিক শিক্ষা অফিসার বাবু রমা কান্ত মজুমদার,চটগ্রাম জেলা পরিষদ সদস্য বাবু দেবব্রত দাশ দেবু,উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আহমদ নবী,ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,চেয়ারম্যান এম এ হাশেম,হুইপের একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী।আরো উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি মোহন নাথ,
উপজেলা আ,মীলীগ নেতা মোজাম্মেল হোসেন রাজধন,ইউনিয়ন আ,মীলীগ সভাপতি জহির আহমদ চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম তালুকদার,সাধারন সম্পাদক সুরজিৎ বর্ধন সহ বিদ্যালয়ের শিক্ষক,অবিভাবত,ছাত্র-ছাত্রী বৃন্দ।
উল্লেখ্য অনুষ্টানের প্রথম পর্যায়ে বিদ্যালয়ের সড়কে প্রধান অতিথি শুভাগমন করিলে ছাত্র-ছাত্রীরা তাকে পুস্পিত শুভেচ্ছায় বরন এবং গার্ড অর্ডার সম্মাননা প্রদানের মাধ্যমে তাকে অনুষ্টান স্হলে নিয়ে যান তারা।এরপর সময়ে প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী ও অন্যান্য অতিথি বৃন্দ নব-নির্মিত ভবনের ফিতা কেটে এবং ফলক উম্মোচন করে
শুভ উদ্ভোধন শেষে মা সমাবেশ শুরু হয়েছে।
এ সমাবেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক নৃত্য,সংগীত,জাতির জনকের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন।এসব পরিবেশন করেৃছেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।