1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন স্বেচ্ছাসেবক একটি সমাজের জন্য আশীর্বাদ -গিয়াস উদ্দিন চন্দনাইশে হাফেজ নগর দরবার শরীফ জিয়ারতে এলেন আওলাদে রাসুল হযরত মাওলানা শাহজাদা সৈয়্যদ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী (মা:জি:আ) ধলই- বাড়বকুন্ড সড়ক অটোরিক্সা চালক সমবায় সমিতি লি:এর নির্বাচন সম্পন্ন ১৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে ৫ আলোকিত ব্যক্তিকে সম্মাননা দিল প্রয়াস মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়রানির উদ্দেশ্যে  মামলা গ্রামবাসীর মানববন্ধন চট্টগ্রাম-১৫ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী এম সোলাইমান কাসেমী’র মনোনয়ন বৈধ ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে ২টি ককটেল বিস্ফোরণ। চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ সহবস্থান তৈরী করতে হবে—দীপংকর তালুকদার এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের সম্ভাবনা ও পাহাড়ী জনগণের জীবনকে উন্নত করার প্রতিশ্রুতিতে অটল-সচিব মোঃ মশিউর রহমান এনডিসি

পটিয়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল।

  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

২০০৪ সালের ২১শে আগস্ট তৎকালীন জঙ্গিবাদী বিএনপি জামাত জোটের প্রত্যক্ষ মদদে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ পটিয়ার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার সন্ধ্যায় শান্তিরহাটে অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন।

পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা অধ্যাপক আজিজুল হক মানিক।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবু ছৈয়দ লালু, যুবলীগ নেতা রিটন বড়ুয়া, সিদ্ধার্থ বড়ুয়া, আমিনুল ইসলাম আমিন, জয়নাল আবেদিন ফরহাদ, সাহাবুদ্দীন সাদি, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, আবদুল করিম ইমন, আবদুর শুক্কুর, উৎপল শীল, মোঃ শফি, সাইফুল ইসলাম রাসেল, আবদুল আল মণি, বাদশা মিয়া, অভি, ছাত্রলীগ নেতা সাজ্জদ হোসাইন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, আজকে সেই ভয়াল ২১ আগস্ট, এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়েছিলো। ১৫ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে খুনীরা হত্যা করতে পারেনি। তাই সেই অসমাপ্ত কাজকে এদিন সমাপ্ত করতে চেয়েছিলো। কিন্তু আল্লাহর অসীম রহমতে প্রধানমন্ত্রী বেঁচে গেছেন। এ ঘটনার সাথে জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রাম ১২ পটিয়া আসনের সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে, আপদে-বিপদে পাশে ছিলেন এবং আছেন। পটিয়ার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচার-প্রচারণা করছেন এবং বন্যায় কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এর আগে করোনাকালীন সময়ে পটিয়ার প্রত্যেকটি গ্রামে গ্রামে মাক্স, হ্যান্ডস্যানিটেজার, সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছিলেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ বদিউল আলমের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

পরে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট