1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘‘বৃহত্তর পটিয়া কৃতি ও কীর্তিমান’’ গ্রন্থের প্রকাশনা উম্মোচন উপলক্ষে সভা পটিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা ৩১ দফা বাস্তবায়নের একযোগে কাজ করার আহবান । পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বিএনপির অফিস ভাঙচুর মামলার অভিযুক্ত আসামি মাহমুদুল হক গ্রেপ্তার সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি হয়রানির প্রতিবাদে বোয়ালখালীতে মানববন্ধন কুড়িগ্রামে আপারেশন ডেভিল হান্ট এ ১৮ জন গ্রেপ্তার। চাটখিলে গ্রাম আদালতের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত এম আই এফ গর্জিয়াস ফুটবল টিম এর জার্সি উন্মোচন শোক সংবাদঃ হাজী আবদুল মাজেদ এর ইন্তেকাল নাগেশ্বরীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক পৌর মেয়র গ্রেফতার। চন্দনাইশে ১০ দিনব্যাপী বৌদ্ধ ভিক্ষুদের পরিবাসব্রত

পটিয়ায় হাইদগাঁও গীতাজয়ন্তী ও মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে মহানামযজ্ঞ উপলক্ষে ধর্মসভা

  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)থেকেঃ

চটগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও মুক্তালতা পাঠাগার সংলগ্ন শরৎ প্রাঙ্গনে শ্রীশ্রী গীতাজয়ন্তী ও মহোৎসব উদযাপন পরিষদ-২০২৫ এর আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারো ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।
গত সোমবার (১৩ই জানুয়ারী)সকাল থেকে দিনব্যাপী ধর্মীয় মাঙ্গলিক নানান অনুষ্টান মালা শেষে সন্ধ্যা ৭টায় শুরু হয়ে এক মহতী ধর্মসভা রাত ১১টা নাগাদ এ সভা সম্পন্ন হয়।এর আগে গোধলীলগ্নে মহানামযজ্ঞের মাঙ্গলিক শুভ অধিবাস অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
এতে শ্রীশ্রী গীতাজয়ন্তী ও মহোৎসব উদযাপন পরিষদ সিনিয়র সহ-সভাপতি বাবু রূপায়ন চৌধুরীর সভাপতিত্বে এবং বাবু গৌতম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত এ মহতী ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলার বাকখালী ডা: নবীন বিনোদিনী স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্টাতা চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার চটগ্রাম বিভাগ সদস্য বাবু অসীম বড়ুয়া।
উদ্ভোধক অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাবু হরিকমল চৌধুরী।অনুষ্টানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন হাইদগাঁও জ্যোতিশ্বরানন্দ গীতা আশ্রম প্রতিষ্টাতা শ্রীমৎ গীতা উক্তেশ্বরানন্দ ব্রহ্মচারী,প্রধান ধর্মীয় আলোচক ছিলেন পাঁচরিয়া তপোবন আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ,বিশেষ ধর্মীয় আলোচক ছিলেন প্রকৌশলী বাদল কৃষ্ণ চৌধুরী।সম্মানিত বিশেষ অতিথি ছিলেন মুক্তালতা পাঠাগার সভাপতি ও উপজেলা এল জি ই ডি প্রকৌশলী বাবু অনুপম সিকদার,হাইগাঁও ৫নং ওয়ার্ড মেম্বার বাবু রনজিত চৌধুরী,চন্দনাইশ কেশুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু শিবু চৌধুরী,শোভনতন্ডী স্কুল এন্ড কলেজ সিনিয়র শিক্ষক বাবু সমীর চৌধুরী,চক্রশালা মাতঙ্গনী সরকারি প্রা: বি: প্রধান শিক্ষক বাবু সাগর চৌধুরী,চন্দনাইশ জোয়ারা বিশ্বম্বর চৌধুরী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক বাবু ভগীরত সিকদার।
স্বাগত বক্তব্য রাখেন মহোৎসব উদযাপন কমিটি-২০২৫ সাথারন সম্পাদক বাবু কাজল চৌধুরী(বিএ),শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তলতা পাঠাগার সম্পাদক বাবু মিল্টন চৌধুরী (মিশু)।উপস্হিত ছিলেন মহোৎসব উদযাপন পরিষদের আরো অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য শ্রীশ্রী গীতাজয়ন্তী ও মহোৎসব উদযাপন পরিষদ-২০২৫ এর সভাপতি প্রকৌশলী বাবু ধীমান দাশ গত রবিবার(১২ই জানুয়ারী)অর্থাৎ মহতী ধর্মসভার আগের রাত সংগঠনের সবাইকে নিয়ে অনুষ্টান সফলতার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি বিষয়ক এক মতবিনিময় সভা শেষে রাত অনুমান ১০টা নাগাদ নিজ বাসভবনে ফিরে যান।তিনি এর পরবর্তী সময়ে হটাৎ আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে পরিবারের সদস্য ও অসংখ্যা গুনগ্রাহী সহ সংগঠনের সবাইকে শোক সাগরে ভাসিয়ে চলে যান না ফেরার দেশে…(দিব্যান্ লোকান স্বগচ্ছুতু:)।তার অকাল মৃত্যুর আকস্মিক এ ঘটনার কারনে এলাকার আকাশ-বাতাশ ভাড়ি হয়ে আবাল,বৃদ্ধ,বর্ণিতার শোকের মাতম শুরু হয়।এ কারনে অনুষ্টানে তার অনুপস্হিতির শুন্যস্হানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মহতী ধর্মসভা অনুষ্টানে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন।
এছাড়া প্রকৌশলী ধীমান দাশের চিরবিদায়ে এলাকায় শোকের ছায়া নেমে আকাশ-বাতাস বাড়ী হয়।মহতী ধর্মসভা অনুষ্টানে সংগঠনের পক্ষ কালো ব্যাজ ধারন সহ অনুষ্টানে তার আত্মার শান্তি কামনায় এক নীরবতা প্রার্থনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
আরো উল্লেখ্য এ মহোৎসব উদযাপনের নির্ধারিত কর্মসূচী শুভ অধিবাস,ধর্মসভা সম্পন্ন হয়েছে।দিবাগত রাত শেষে ভোর উষালগ্ন থেকে শুরু হইবে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ।এবং প্রতিদিন ও রাত আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন করা হইবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট