অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম শুভ জন্ম তিথি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে পবিত্র শ্রীমদ্ভগবদ গীতাপাঠ,সংগীত ও নৃত্য প্রতিযোগিতা এবং মহতী ধর্মসভা অনুষ্টিত হয়েছে।এছাড়া ধর্মসভা শেষে বিকেল সময়ে এক মনোজ্ঞ ধর্মীয় সংগীতানুুষ্টান অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
শনিবার(১লা মার্চ) অনুষ্টিত এ মহতী অনুষ্টান আরামিট গ্রুপের এজি এম বাবু সুনীল কুমার দাশের সঞ্চালনায় উক্ত ধর্ম সভায় সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রবাসী বাবু মৃদুল কান্তি তালুকদার,মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রকৌশলী বাবু রথীন্দ্রনাথ সেন,শুভ উদ্বোধক ছিলেন বাবু বিশ্বনাথ মজুমদার,প্রধান ধর্মীয় বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী বাবু বাদল কৃষ্ণ চৌধুরী।অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক কৃষ্ণপ্রসাদ ধর,বাব অসীম বড়ুয়া চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা বাবু স্বপন চন্দ,শিক্ষক বাবু জগন্নাথ দেব নাথ,রামঠাকুর সেবাশ্রম উপদেষ্টা বাবু সুধীর চৌধুরী,শিক্ষক সমীর দেব।স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ সেবাশ্রমনপরিচালনা পরিষদ সভাপতি বাবু দীপক দস্তিদার,সাধারন সম্পাদক ইউ পি সদস্য বাবু রনজিৎ চৌধুরী,উৎযাপন পরিষদ সাধারন সম্পাদক বাবু অমিত চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য সভা শেষে গীতা,নৃত্য ও সংগীত প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন ও অনুষ্টানের মান্যবর অতিথি বৃন্দদের সেবাশ্রমের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে।