1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে পুকুর থেকে উদ্ধার ১ ছাত্রের লাশ সোনাইমুড়ীতে বাস যাত্রীকে মারধরের ঘটনায় আটক ২ চন্দনাইশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসি’২৫: বোয়ালখালীতে শীর্ষে অভিজিৎ ঘোষ পটিয়ায় উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম গ্রেফতার বোয়ালখালীতে অনুমোদনহীন পণ্য বিক্রয়ের দায়ে দুই দোকানিকে জরিমানা কোনটি আগে——-নির্বাচন,বিচার ও সংস্কার গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল সাবেক এমপি পল্লীবন্ধু সৃতি পরিষদের উদ্যাগে এরশাদের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন টরন্টোতে এমপিপি মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে চসিক মেয়রের বৈঠক চসিকের পরিচ্ছন্ন কার্যক্রমের বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

পটিয়ায় সেনা বাহিনীর অভিযানে ১১৮৪টি অবৈধ গ্যাস সিলিন্ডার উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

ইমরান হোসেন মুন্না, পটিয়া চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় সেনাবাহিনীর গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে দুটি অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানার সন্ধান মিলেছে। অভিযানে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করেন সেনা বাহিনীর মেজর তানজিল নুর। অভিযানটি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের আব্দুল লতিফ সওদাগরের বাড়ি এবং কোলাগাঁও ইউনিয়নের চাপরা এলাকায় পরিচালিত হয়।

জানা গেছে, অভিযুক্ত কারখানাগুলোতে সরকারিভাবে বরাদ্দকৃত গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস উত্তোলন করে অবৈধভাবে বেসরকারি সিলিন্ডারে স্থানান্তর করা হতো। এই কর্মকা- জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ও আইন পরিপন্থী, উক্ত গ্যাস সিল্ডিার থেকে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অভিযানে মোট ১,১৮৪টি ভরা ও খালি গ্যাস সিলিন্ডার, ২টি হাওয়া মেশিন, ২টি মিনি ট্রাক এবং গ্যাস স্থানান্তরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। পরে এসব জব্দকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড অফিসে হস্তান্তর করা হয়। এসময় মো. জহিরুল ইসলাম কামাল(২৯), পিতা- মো. সোলেমান, সাং-শান্তির হাট, আজিজুল ইসলাম(২৫), পিতা-মোহাম্মদ জাফর, মো. আরিফ(১৮), পিতা-আলাউদ্দিন মিয়া, সাং-শান্তির হাট, সাজ্জাদ হোসেন(১৯), পিতা-আবদুল মাবুদ, সাং-শান্তির হাট, মো. আবুল কাসেম(১৮), পিতা-মৃত আবদুস ছালাম, সাং-শান্তির হাট, মোঃ আতিকুর রহমান(২৬), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, নুর মোহাম্মদ আলভী(১৪), পিতা-নুর আলম, সাং-শান্তির হাট, সর্ব থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম তাদের মোবাইল কোর্টে আটক করা হয়। মোবাইল কোট আটকৃতদের ৭ দিনের কারাদন্ড দেন। মোবাইল কোর্টের প্রসঙ্গে পটিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি প্লাবন কুমার বিশ্বস জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেশ প্রেমিক সেনাবাহিনী অভিযান পরিচালনা করে আটক করে আমাদের কাছে নিয়ে আসলে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে দন্ড দিয়ে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট