অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ বুধবার(৬ই সেপ্টম্বর) পটিয়া গৌরাঙ্গ নিকেতনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আরতি ধর্মীয় গ্রণ্হাদী পাট,মঙ্গল শোভাযাত্রা,পূজা ভোগরাগ,বিশেষজ্ঞ ডাক্তার দ্ধারা ফ্রি-চিকিৎসা ক্যাম্প আলোচন সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে এ দিবসটি উদযাপন হয়েছে।
অশুভ শক্তির বিনাশ,মানবের কল্যান ও ন্যায় প্রতিষ্টার জন্য অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানবমুক্তির প্রেরণা নিয়ে আর্বিভাব হয়েছে ভগবান শ্রী কৃষ্ণের। তাঁর অমৃতময় বানী, চেতনা ও আর্দশ সমাজে ছড়িয়ে দিয়ে সমাজকে আলোকিত করতে হবে। সকল প্রকার সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ব সংগ্রামের মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদেরকে ঐক্যবদ্ব থাকতে হবে একথা পটিয়া পৌর সদর এলকার গৌরাঙ্গ নিকেতনের উদ্যোগে অনুষ্টানের প্রধান অতিথি পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি আলোচনা সভায় বক্তব্যকালর এসব কথাগুলো বলেন।
পটিয়া কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি রুবেল দাশ বাবু এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আশীষ দে (জিকু)র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চটগ্রাম দক্ষিন জেলা আ,মীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যা মোতাহেরুল ইসলাম চৌধুরী,পৌর মেয়র আইয়ুব বাবুল,উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন,পটিয়া থানা অফিসার্স ইনচার্স বাবু প্রিটন সরকার দঃ জেলা আ,মীলীগ সদস্য বিজন চক্রবর্তী,দক্ষিন জেলা যুবলীগ সাবেক সভাপতি ও দক্ষিন জেলা আ,মীলীগ নবগটিত কমিঠির সাংগঠনিক সম্পাদক আ,ম,ম,টিপু সুলতান চৌধুরী পৌর প্যানেল মেয়র ইন্জিনিয়ার রূপক সেন।
আরো বক্তব্য রাখেন গৌরাঙ্গ নিকেতন পরিচালনা পরিষদের সভাপতি অরুন কুমার দাশ,সাধারন সম্পাদক অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর,গৌরাঙ্গ নিকেতন উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক আশীষ গোস্বামী,চটগ্রাম দক্ষিন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি অরূপ রতন চক্রবর্তী,সাধারন সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস,যুগ্ম সাধারন সম্পাদক পুলক চৌধুরী,চটগ্রাম দক্ষিন সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ,পটিয়া কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদ অর্থ সম্পাদক বিপ্লব দাশ অভি প্রমুখ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত