1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২০ জুন ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

পটিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে—- মেজর তাইজ

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮৩ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম) প্রতিনিধিঃ সাম্প্রদায়িক সম্প্রীতির চারণভূমি সমৃদ্ধ জনপদ পটিয়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু,সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশ নিবিঘ্নে পালন করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বতোভাবে পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেছেন পটিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর তাইজ মহোদয়। তিনি বলেন কোন অবস্থায় কাউকে শারদীয় দুর্গোৎসব কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। বর্তমান সরকার এব্যাপারে অত্যন্ত আন্তরিক। সকল পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দকে এক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করার আহবান জানান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সেনা কর্মকর্তা।
শুক্রবার(২৭শে সেপ্টম্বর) বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কনফারেন্স হল প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলা ও পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত বর্ধিত সভা পরিষদের সভাপতি বাবু মাধাই চন্দ্র নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু রাজীব সেনের সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষিবিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক বাবু প্রনব ভট্টাচার্য, প্রধান অতিথি হিসাবে আর্শিবাদক প্রদান করেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্টাতা সভাপতি, পটিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দিলীপ ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সন্তোষ রঞ্জন দাশগুপ্ত, সাধারণ সম্পাদক বাবু রুবেল দেব, সাবেক সাধারণ সম্পাদক, ঐক্য পরিষদ পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক বাবু তাপস দে, হাইদগাঁও উন্নয়ন ফোরামের ও ইসলামী পাঠাগারের সভাপতি জনাব জামাল উদ্দীন,সাবেক দ: জেলা সভাপতি জিতেন গুহ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ পটিয়া উপজেলার সভাপতি শিক্ষক নেতা মাষ্টার শ্যামল কান্তি দে, দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আশিষ মিত্র, অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি মেম্বার রনজিত চৌধুরী,সহ সভাপতি কান্তি লাল ভট্টাচার্য, পৌরসভা সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার শিশির মিত্র, মেম্বর টিটু দেব,মেম্বর তিলক পাল, মেম্বার শিল্পী মিত্র, মেম্বার রিংকি দেব,মেম্বার রেখা দাশ, মেম্বার বেবী নন্দী, মেম্বার মিলকি চৌধুরী, উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাশ, সাংগঠনিক সম্পাদক যাদব সর্দার, বিভিন্ন পূজা মণ্ডপের পক্ষ থেকে বক্তব্য রাখেন কেলিশহর ইউনিয়নের সভাপতি টিটু দে, ভাটিখাইন ইউনিয়নের সাধারণ সম্পাদক মানতু দে, জাগো হিন্দু পরিষদের পক্ষ থেকে পিপলু শীল জয় ও সভাপতি কৃষ্ণমনি আর্চায্য, কোলাগাঁও ইউনিয়নের পক্ষ থেকে তপন দাশ,খরনা ইউনিয়নের পক্ষ থেকে সভাপতি দেবাশীষ দে, হাবিলাসদ্বীপ ইউনিয়নের পক্ষে সভাপতি প্রত্যয় চৌধুরী, দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পক্ষে মন্টু দে, আরও বক্তব্য রাখেন শিবু দাশ, রাজু পাঠক, যুব ঐক্য পরিষদ পটিয়ায় সভাপতি মিথুন চৌধুরী, বিশিষ্ট গীতা সুধাকর প্রিয়তোষ সরকার রাসু, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সভাপতি মিন্টু দাশ প্রমুখ। সবার শুরুতে পবিত্র গীতাপাঠের মাধ্যমে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে মায়ের আরাধনায় দেশ দশের মঙ্গল প্রার্থনায় সকলে সমবেত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট