আকতার উদ্দিন পটিয়া প্রতিনিধি:-
পটিয়া কচুয়াই ইউনিয়ন ভাইয়ার দিঘীর সংলগ্ন মাঠে কৃতি ফুটবলার শহীদ জাহাঙ্গীর আলম স্মৃতি ফ্রেন্ডশিপ অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টার সময় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচুয়াই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো.শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম।
মো. ফেরদৌস খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ও কারা পরিদর্শন আবদুল হান্নান লিটন,কচুয়াই ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, পটিয়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো.আব্দুর রহিম,পটিয়া উপজেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো.
আরমান হোসেন সাদ্দাম,
কচুয়াই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো.জাফর, ফুটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য মো.রাসেল,কচুয়াই ইউপি সদস্য সাইফুল ইসলাম,কচুয়াই ইউনিয়ন আওয়ামী লীগ ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি সাইফুল্লাহ মজুমদারসহ পটিয়া উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ফাইনাল খেলায় দুই শক্তিশালী দল অংশগ্রহণ করেন,কচুয়াই ইউনিয়নের ৪নং ও ৬নং ওয়ার্ডের দুটিদল,খেলায় ৬নং ওয়ার্ডকে ০-১ গোলে হারিয়ে কচুয়াই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খেলোয়াড়’রা বিজয়ী হয়। উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্তাবধানে- মো: জীবন ও মো: রুবেল সহ আরো অনেকে।