অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিথিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৃতিসন্তান ভিবিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্টাতা বিশিষ্ট শিক্ষানুরাগী-দানবীর,দেশের খ্যাতিমান ব্যবসায় প্রতিষ্টান মীর গ্রুপের প্রতিষ্টাতা চেয়ারম্যান এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বোর্ড অব ডাইরেক্টরস এর সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মীর আহমদ সওদাগের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য স্মরন সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার(২৭শে জানুয়ারী) সকাল ১০টা নাগাদ মরহুম মীর সওদাগার স্মরন সভা উদযাপন কমিটি আয়োজিত পটিয়া উপজেলার জিরি খলিল-মীর আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরন সভা অনুষ্টিত হয়।এর আগে সকাল ৯টায় মীর আহমদ সওদাগরের জিরি গ্রামের নিজ বাসভবন এলকার পাশে স্হাপিত মরহুমের পারিবারিক মসজিদে আত্মার মাগফেরাৎ কামনায় খতমে-কোরানপাট,দোয়া-মাহফিল অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
এতে স্মরন সভা উদযাপন কমিটির আহব্বায়ক ও খলিল-মীর কলেজ অধ্যক্ষ এস.এম.মিছবাহ্-উর-রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্টান কেডিএস গ্রুপ চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান,
গেস্ট অব অনার অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউদার্ন ইউনিভাসিটি বাংলাদেশ উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান,সাউদার্ন ইউনিভাসিটি বাংলাদেশ ট্রাস্টের সদস্য সচিব প্রফেসর সরওয়ার জাহান,চটগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল চেয়ারম্যান অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন শরীফ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্ -আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ পরিচালক আলহাজ্ব আহমেদুল হক,চটগ্রাম খুলসী ক্লাব লিঃ চেয়ারম্যান আলহাজ্ব সামশুল আলম,বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম,ডা: সালেহ জহুর,মরহুম মীর আহমদ সওদাগরের সুযোগ্য সন্তান মীর গ্রুপ পরিচালক আলহাজ্ব আবদুস সালাম,প্রগতি ইন্সুরেন্স লিঃ ডিএমডি আলহাজ্ব নজরুল ইসলাম,মরহুমের নাতনি মোছাম্মদ ইরনাত সিফাত,উপজেলা বিএনপি নেতা মো: খোরশেদ আলম,সমাজসেক আলহাজ্ব নুরুল আবছার,জেনুইন এন্টারপ্রাইজ প্রোপ্রাইটার আলহাজ্ব বদিউল আলম,মরহুমের সন্তান মীর গ্রুপ সহকারী পরিচালক মীর মোহাম্মদ হাসান,খলিল-মীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ খুরশীল আলম,হাজী মীর আহমদ সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মনোয়ার বেগম,বুধপুরা-পিঙ্গলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এরফান প্রমুখ।
উল্লেখ্য মরহুম মীর আহমদ সওদাগারের প্রথম মৃত্যুবাষিকী সোমবার(২৭শে জানুয়ারী)ঘিরে খলিল-মীর শিক্ষা পরিবারের সকল শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকে শিক্ষক,শিক্ষার্থী কর্মকর্তা,কর্মচারী এবং ভিবিন্ন সামাজিক সংগঠন,ব্যবসায়িক সংগঠনের পক্ষ খেকে শোক বার্তার ব্যানার সহকারে বর্ণাঢ্য রেলী যোগে প্রয়াতের কবরে বিনম্ব্র শ্রদ্ধান্জলী প্রদান করা হয়।
সর্বজনশ্রদ্ধেয় মানবদরদী এই মহান ব্যক্তির প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ভালবাসায় মরহুম মীর আহমদ সওদাগরের এ দিবসে কবরস্হানে শ্রদ্ধা নিবেদন জানাতে হাজারো মানুষ উপস্হিত হয়ে তার আত্মার মাগফেরাৎ কামনায় দোয়া-মোনাজাতে অংশগ্রহন করেন।
স্মরন সভায় বক্তরা বলেন,মীর আহমদ সওদাগর ব্যবসায়িক সফলতার উচ্চ শিখরে পৌঁছে আয়-রোজগারের সেই অর্থ কাজে লাগিয়েছেন মানুষের কল্যানে।অসম্প্রদায়িক চেতনায়,মসজিদ,মন্দির উন্নয়ন,অসহায় মানুষের পাশে সহযোগিতা সহ এলাকার প্রজন্মের মাঝে শিক্ষা বিস্তারে শিক্ষার উন্নয়নে ভিবিন্ন শিক্ষাপ্রতিষ্টান স্হাপন করে দেশে এক বিরল দৃষ্টান্ত স্হাপন করেছেন।যাহা স্মরনীয়,বরনীয় হয়ে আজীবন তার স্মৃতি আমাদের সবার মাঝে অবিশ্বরনীয় হয়ে থাকবে।স্মরন সভায় তার বিদেহী আত্মা মাগফেরাৎ কামনায় অতিথি ও উপস্হিত সুধীজন একযোগে দোয়া মোনাজাত শেষে অনুষ্টানে সমাপ্তি হয়।