অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধি:
চটগ্রামের পটিয়া উপজেলার ঐতির্য্যবাহী বিদ্যাপীট মালিয়ারা-মহিরা-মহিরা হিখাইন উচ্চ বিদ্যালয়ের ২০২৪ খ্রিষ্টাব্দের এস এস সি পরীক্ষার্থীদের বিদায়,
সমাজসেবক প্রয়াত সত্যব্রত দাশ রানা ও প্রয়াত অজিত মল্লিক স্মৃতি বৃওি প্রদান, মেধাবৃওি প্রদান এবং ক্রীড়া প্রতিযোগিতার সনদপত্র প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে।
আজ মঙ্গলবার(১৩ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় অনুষ্টিত সভা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও চটগ্রাম জেলা পরিষদের বার বার নির্বাচিত সদস্য,জেলা আ:মীলীগ নেতা বাবু দেবব্রত দাশ দেবু এর সভাপতিত্বে এবং শিক্ষক কৃষ্ণ মহাজনের সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে।
এতে অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) ডা: তিমির বরন চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্জন কান্তি চৌধুরী,
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক আনোয়ার হোসেন,রনজিৎ কুমার চৌধুরী,সুখেন্দু বিকাশ দাশ,অমলেন্দু বিকাশ দাশ,আব্দুল করিম,মেম্বার নাছির উদ্দিন,রেজাউল করিম তালুকদার,সুজিত কুমার নান্টু,মো: ফোরখান,সৈয়দ গোলাম সোবাহান,আবদুল ছমদ,আইনুন নাহার,অধ্যাপক প্রবীর বিশ্বাস,সৌমেন্দু দাশ,রাজীব মল্লিক প্রমুখ।
উল্লেখ্য সভার শেষ পর্যায় সময়ে শিক্ষার্থীদের মাঝে স্মৃতি বৃওি,মেধাবৃওি,ক্রিড়া প্রতিযোগিতার সনদপত্র এবং পরীক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী বিতরন করেন অনুষ্টানের অতিথি বৃন্দরা।