নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৭ জানুয়ারিঃ চট্টগ্রামের পটিয়ায় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ওসমান আলমদার। সে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থক ও ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক৷ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ছনহরা চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ওসমানকে পুলিশ গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে ছনহরায় নৌকার অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে৷।
পটিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন।