ষ্টাফ রিপোর্টার-
আসন্ন পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী জঙ্গলখাইন ইউনিয়নের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা সাইফুল হাসান টিটু’র সাথে জঙ্গলখাইন ইউনিয়ন বাসীর উদ্যেগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১মে (শনিবার) বিকেলে আমজুর হাট সংলগ্ন উজিরপুর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জঙ্গলখাইন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন
জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গাজী মোহাম্মদ ইদ্রিস। জঙ্গলখাইন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল সাইফুল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মর্তুজা কামাল মুন্সী, উপজেলা আওয়ামী লীগের নেতা মাহমুদুল করিম বাবু, গাজী জামাল, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ দিদারুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জালাল আহমেদ মাস্টার, গাজী মোহাম্মদ নূর হোসেন, টিপু সুলতান, মামুনুর রশিদ, আব্দুল মাবুদ সওদাগর, হাবিবুর রহমান, নূর হোসেন, পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক মেম্বার যুবলীগ নেতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক রানা, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সজিব, ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ রিপন, মুন্না, তুষার প্রমুখ।
ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাইফুল হাসান টিটু বলেন আমি সকলের কাছে দোয়া ও ভোট চাই জনগণের সেবা করতে অতীতে যে ভাবে সুখে দুখে আপনাদের পাশে থেকেছি, সে ভাবে আগামীতেও আপনাদের পাশে থাকব। সেই সঙ্গে তিনি আরও বলেন, আমি যদি ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আপনাদের সকল ন্যায্য অধিকার আদায়ে আমি নিরলস ভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।