পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন
বিএনপির অফিস ভাঙচুর মামলার অভিযুক্ত আসামি মাহমুদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ই ফেব্রুয়ারি সকাল দশটার দিকে পটিয়া উপজেলার কুসুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার সেকেন্ড অফিসার আসাদুর রহমান বলেন বিএনপির অফিস ভাঙচুর ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় মাহমুদুল হককে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার দুপুরে তাকে আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে,মাহমুদুল হক পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কুসুমপুরা এলাকা ও শান্তির হাটসহ বিভিন্ন এলাকায় মাহমুদুল হক প্রভাব বিস্তার করে দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিলেন। এছাড়া কুসুমপুরা এলাকার জমি জবরদখলের অভিযোগও রয়েছে মাহমুদুল হকের বিরুদ্ধে।