অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধি: চটগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী প্রকাশ তাহের বাঙ্গালী গতরাত ২৮শে জানুয়ারি-২০২৪ রাত ১.১৫ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।তিনি মৃত্যুকালে দুই পুত্র সন্তান ও এক স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
সরেজমিন এক ঘনিষ্ট সূত্রে জানাযায় তিনি স্বাধীনতা যুদ্ধপরবর্তী সময়ে তাহের বাঙ্গালী নামে অধিক পরিচিত ছিলেন।
জিরি গ্রামের এই কৃতি সন্তান ১৯৪৮ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন।মোহাম্মদ ইউছুফ মিয়া ও মোছাম্মৎ হোছনে আরা বেগম’র প্রথম সন্তান মোহাম্মদ আবু তাহের চৌধরী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বীরত্বপূর্ণ অবদান রাখেন।
মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে চরকানাই উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং হুলাইন ছালেহ নূর কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। ১৯৬৮-৬৯ সালে হুলাইন ছালেহ নূর কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন।
সে সময়ের ছাত্র আন্দোলনের একনিষ্ঠ কর্মী হিসেবে একাত্তরের মুক্তিযোদ্ধে ঝাঁপিয়ে পড়েন।তিনি ভারতের বগফা ও হরিনা ক্যাম্প থেকে দুইবার সামরিক প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া এবং বাঁশখালীর বিভিন্ন এলাকায় গেরিলা ও সম্মূখযুদ্ধে অংশ নেন। ভারতীয় তালিকায় তাঁর নাম গ্রুপ কমান্ডার হিসেবে লিপিবদ্ধ আছে।
১৯৭৬ সালে বনবিভাগে কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ২০০৬ সালে অবসর গ্রহণ করেন। দীর্ঘ পেশাগত জীবনে সততার সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি আদায়ে ভূমিকা রাখেন।
আবু তাহের চৌধুরী পটিয়া মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।এই ছাড়াও তিনি ১৯৯৮ সালে জেলা মুক্তিযোদ্ধা সংসদেও সহকারী সম্পাদক, ১৯৮৫ সালে পটিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার এর দায়িত্ব পালন করেন।
আবু তাহের চৌধুরী চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য,এস এ নূর উচ্চ বিদ্যালয়ের উপদেষ্ঠা কমিটির সদস্য,জিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং জিরি গ্রামের ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন জিরি প্রগতি সংঘের উপদেষ্ঠা পরিষদের সদ্যস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
তার মূত্যু পরবর্তী আজ রবিবার ২৮শে জানুয়ারী দুপুর ১টা নাগাদ ঐতির্য্যবাহী জিরি মাদ্রাসা মাঠে নামাজ-জানাজা অনুষ্টিত হয়েছে।
এরপর সময়ে জিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড-অব-অনার প্রদানের মাধ্যমে পারিবারিক কবরস্হানে দাপন কার্য সম্পন্ন করা হয়েছে।
এতে গার্ড-অনার পরিচালনা করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা প্রকৌশলী বাবু কমল পাল।
এসময়ে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম,উপজেলা আ:মীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক হারুনূর রশিদ,জিরি ইউনিয়ন আ:মীলীগ সভাপতি আজিমুল হক,সাধারন সম্পাদক চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু,যথাক্রেম বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া,আলী আহমদ,এম এ হাকিম,মো: ইছাহাক চৌধুরী,মো: ইউছুপ মাষ্টার,প্রাক্তন কমান্ডার নুর মোহাম্মদ,অধ্যাপক দিলীপ দাশ,আব্দুল মান্নান,মো: সামশুল আলম,আবদুর রহমান,নুরুল আলম,কামরুল ইসলাম,আলী জয়নাল আবেদীন,আলম মিয়া,নুর মোহাম্মদ,জামাল উদ্দিন খান,মো: ইছাহাক,মো: শাহজাহান,মো: ইয়াছিন,নোয়াব আলী,আবদুল আজিজ,মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাঙ্গালীর পুত্র সন্তান আবু নাঈম চৌধুরী,আবু সায়েম চৌধুরী।
আরো উপস্হিত ছিলেন চটগ্রাম মহানগর ওয়ারকার্স পাটির নেতা শরীফ চৌহান,জিরি ইউনিয়ন আ:মীলীগ সদস্য জসীম উদ্দিন,ওয়ার্ড আ:মীলীগ সভাপতি মেজবা উদ্দিন সোহেল,যুবলীগ নেতা পংকজ নাথ,ঝুন্টু নাথ সহ এলাকার আরো বিশিষ্ট সমাজসেবী বৃন্দ উপস্হিত ছিলেন।