অরুন নাথ পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃতৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯শে মে অনুষ্টিত হতে যাচ্ছে।
পটিয়া উপজেলার পৌর সদর এলাকায় পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির পাঁয়তারা করার এক অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী
চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মুহাম্মদ হারুনুর রশিদ।
রবিবার (২৬শে মে)দুপুরে পটিয়া কমিউনিটি সেন্টারস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত অভিযোগে তিনি জানান,পটিয়া পৌরসভায় দু”বারে মেয়র নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন করেছেন। তৃণমূল রাজনীতি ছাড়াও ধর্মীয়, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন কর্মকান্ডে অংশ নিতে গিয়ে পটিয়ার আনাচে কানাচে তার বিচরণ। বিগত ২৫ বছরের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক
হিসেবে আওয়ামী লীগে কাজ করে যাচ্ছি। ভোটের মাঠে তার বিশাল জনসমর্থন দেখেই
প্রতিদ্বন্ধী প্রার্থী দিদারুল আলম ঈষান্বিত হয়ে বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে পটিয়ার বিভিন্ন স্থানে সশস্ত্র মহড়া দিচ্ছে। বিভিন্ন সভা, সমাবেশে,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট ডাকাতি করার হুমকি দিচ্ছে। ভোটের দিন সকাল ১১টার মধ্যেই দিদারুল আলম এর নির্বাচনী প্রতীক দোয়াত কলমে সীল মেরে বাক্স ভর্তি করবে বলে আস্ফালন করছে। হারুনুর সমর্থক ও আ”লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা সহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি ও সাধারণ ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন সহ যে কোন কিছুর বিনিময়ে দিদারুল এর পক্ষে বিজয় ছিনিয়ে নিবে সামাজিক যোগাযোগ মাধ্যামে বিভিন্ন রকম ষ্ট্যার্ডার্স দিচ্ছে তার অনুগত ভাড়াটিয়া ক্যাডার বাহিনী লিখিত বক্তব্যে একথা বলেন তিনি। চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ এ বিষয়ে জেলা প্রশাসক, ডিআইজি ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দিয়েছে বলে জানিয়েছেন। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে আগে ভাগে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় নির্বাচনের দিন পটিয়ায় দু”পক্ষের সংঘর্ষ, হানাহানি রক্তক্ষয়ী সংঘর্ষে আশংকা রয়েছে।