অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিথিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার মেহের আটি গ্রামে মানবতার সেবামূলক কাজে আত্মদানকারী অ-রাজনৈতি সামাজিক সংগটন ফিরোজা-রউফ ফাউন্ডেশনের নিজশ্ব অর্থায়নে মেহের আটি গ্রামের জনসাধারন সুপেয় পানির পান করার লক্ষ্যে ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রমের আওতায় এবার এলাকায় স্হাপিত ৬টি গভীর নলকুপের উন্নয়ন কার্য শুভ উদ্ভোধন,এম.বি.বি.এস-২০২৩-
২০২৪ শিক্ষার্থী এম ফাউজিয়া কুলসিম লুবনাকে শিক্ষাবৃওির
চেক হস্তান্তর ও রিক্সা শ্রমিকদের মাঝে ঈদ বস্ত্র বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার(৬ই এপ্রিল)বিকেলে মেহের আটি মেহের আটি হযরত নুরুদ্দিন শাহ(রঃ)দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ফিরোজা-রউফ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী,শিল্পপতি জামাল ছাওার মিয়ার সভাপতিত্বে এবং ইউপি সদস্য নুরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এ সভা অনুষ্টিত।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আঃমীলীগ সাধারন সস্পাদক অধ্যাপক হারুনুর রশিদ।
প্রধান বক্তা ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম।
আরো উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পর্যায়ক্রমে মুজিবুল হক চৌধুরী,মৃনাল বড়ুয়া,হাজী বদরুল হক,ডা: আহমদ নুর,এম.বি.বি.এস শিক্ষার্থী ফাওজিয়া কুলসুম লুবনা,
আঃমীলীগ নেতা মাহমুদুল হক,মোঃ
রবিউল আলী,আতাউর রহমান কায়সার,জামাল উদ্দিন,সিরাজুল ইসলাম চৌধুরী,শাহাবুদ্দিন,মৌঃ নুরুল হাকিম,আব্বাস উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য সভা শেষে ফাউন্ডেশনের অর্থায়নে স্হাপিত গভীর নলকুপ স্হাপন সুরক্ষায় স্ব-স্ব এলাকার প্রতিনিধি গনের মাঝে তালা-চাবি
ও রিক্সা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরনের পর সময়ে এম.বি.বি.এস শিক্ষার্থী এম ফাওজিয়া কুলসুম লুবনা’কে ফাউন্ডেশনের শিক্ষাবৃওির দুই লক্ষ টাকার ব্যাংক চেক একযোগে হাতে তুলে দেন অনুষ্টানের অতিথি বৃন্দরা।
এ সময়ে শিক্ষার্থী ফাওজিয়া কুলসুম লুবনা তার এক অশ্রুসিক্ত কন্টে বক্তব্যকালে বলেন আমার শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার মাঝে এটা আরেক অধ্যায়ের শিক্ষা।যাহা আজীবন স্মরনীয়,বরনীয় হয়ে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান শিল্পপতি শ্রদ্ধেয় জামাল ছাওার মিয়া মহোদয়।উনার এই মহৎ কার্য দেশের জন্য মাইলফলক।তার এই নিঃস্বার্থ সহযোগিতার অবদান আমি এবং আমার পরিবারকে আবেগফ্লুত করেছেন।এ জন্য সমাজের এই মহৎ ব্যক্তিত্ববান মহোদয় শ্রদ্ধেয় জামাল ছাওার মিয়ার সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করছি,এসব আরো কথা বলেন এই শিক্ষার্থী।