1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলো প্রয়াস বোয়ালখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ পরিদর্শন সারাশব্দ ছাড়া এসে পড়ে ওয়াগন ট্রেন, অল্পের জন্য রক্ষা শতশত মানুষের প্রাণ ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন: আবু নাছের জিলানীর মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। , হ-ত্যাচেষ্টার অভিযোগে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মা-মলা জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছে সরকার। সোনাইমুড়ীতে ঝটিকা মিছিল করেছে আ.লীগ কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নাশকতার প্রস্তুতির অভিযোগে বোয়ালখালীতে তিনজন আটক

পটিয়ায় প্রত্যয়ের উদ্যোগে গফুরহালীর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের আঞ্চলিক মাইজভান্ডারী মরমি গানের কিংবদন্তী শিল্পী আবদুল গফুর হালীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ ডিসেম্বর প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে একাডেমির মিলনায়তনে ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত স্মরণানুষ্ঠনে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আলোচনা, স্মৃতিচারণ এবং সংগীত সন্ধ্যা।

একাডেমির সদস্য শিবু মল্লিক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী কল্যানী ঘোষ, গবেষক ও সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, সঙ্গীত শিল্পী শিমুল শীল, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের সভাপতি অধ্যাপক অজিত মিত্র, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, জাসাস দক্ষিণ জেলার সচিব নাসির উদ্দিন, কাতার প্রবাসী মহসিন কাজী, আবদুল গফুর হালী পরিবারের সদস্য মফিজুর রহমান, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির পটিয়া উপজেলা সমন্বয়ক সাইফুল ইসলাম সোহাইল, সঙ্গীত শিল্পী গীতা আচার্য।

প্রত্যয়ের নির্বাহী সদস্য এস এম হারুনর রশীদ এর সভাপতিত্বে শুরুতেই বক্তব্য রাখেন প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।

কল্যানী ঘোষ বলেন, আবদুল গফুর হালী আঞ্চলিক,মাইজভান্ডারী ও মরমি সংগীত স্রষ্টা। তিনি শুধু গান ও সুরের সৃষ্টি করেননি,করে গেছেন আধ্যাত্তিক চর্চাও। গুণী এ শিল্পীর সৃষ্টি আমাদের সবার কাছে তুলে ধরতে হবে।

গবেষক নাসির উদ্দিন হায়দার বলেন, গফুর হালী চট্টগ্রামের গান নিয়ে এতটাই কাজ করেছেন যে, চট্টগ্রামের গানের ভান্ডার কত ঋদ্ধ তিনি তা ইতিমধ্যেই প্রমাণ করে গেছেন। এমন গুণগ্রাহী মানুষ আমাদের বর্তমান সমাজে সচরাচর পাওয়া যায় না। তার মত বিরল প্রতিভার মানুষের কোন আদর-কদর আমাদের সমাজে নেই। সারাজীবন নিরীহ নিভৃতচারী প্রচারবিমুখ এই সাধক নিজেকে লুকিয়ে রেখেছেন।

অনুষ্ঠানে আবদুল গফুর হালীর রচিত সঙ্গীত পরিবেশন করেন কল্যাণী ঘোষ, শিমুল শীল, নাসির উদ্দিন হায়দার, গীতা আচার্য, ফেরদৌস হালী, আলাউদ্দিন কাওয়াল, সিফাত আমিরী, শিবু মল্লিক, মোহাম্মদ মহিউদ্দিন। দলীয় সংগীত পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির সদস্য ও শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট