1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আবার সেই স্বৈরাচার  হাসিনার মত জনগণের ভোটাধিকার কেড়ে নিতে পাঁয়তারা করছে-আবু সুফিয়ান সুবর্ণচর নবগ্রাম বাজারে ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ছাবিউলের জব্দকৃত ৩৭ লক্ষ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ। পটিয়ায় বিএনপি নেতা জাফর ফারুকী মৃত্যুতে দক্ষিণ জেলা বিএনপি’র শোক গোমদণ্ডী পাইলট স্কুল স্কাউট গ্রুপের ইফতার মাহফিল বেসরকারী হাসপাতালের ভুঁইফোড় কমিটির বিরুদ্ধে প্রতিবাদ পটিয়ার বিনানিহারায় অলরাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। চাটগাঁ ভাষা পরিষদের উদ্যোগে বার্ষিক প্রকাশনা “ছাম্মান” প্রকাশের সিদ্ধান্ত দ্রুত সংস্কার করে নির্বাচনী পরিবেশ তৈরি করুন- এরশাদ উল্লাহ বোয়ালখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন

পটিয়ায় পশ্চিম জিরি সনাতনী গীতাগুরু সংঘ ও গীতা স্কুলের ১৭তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার পশ্চিম জিরি সনাতনী গীতা গুরু সংঘ ও গীতা স্কুলের ১৭তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন সহ জীব জগতের কল্যান ও বিশ্বশান্তি কামনায় এক মহতী গীতাযজ্ঞ অনুষ্টিত হয়েছে।
রবিবার(২৩শে ফেব্রুয়ারী) অনুষ্টিত এ মহতী গীতাযজ্ঞ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো দিনব্যাপী অনুষ্টানমালার মধ্যে ব্রাহ্মমূহুর্তে নগর সংকীর্তন,মঙ্গল প্রদীপ প্রজ্বলন,গুরুপূজা,পার্থ সারথী পূজা,মাতৃসংগীত পরিবেশন ও শ্রীশ্রী চন্ডীপাটের মাধ্যমে এ মহতী গীতাযজ্ঞ অনুষ্টিত হয়েছে।
এছাড়া দুপুরে ভোগরাগ অনুষ্টান শেষে দুর-দুরান্ত থেকে আগত হাজারো স্বধর্ম পরিপোষক ধর্মপ্রান ভক্তদের মাঝে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন করা হয়েছে।
এর আগের দিন শনিবার(২২শে ফেব্রুয়ারী) বিকেলে সুকুমার নাথ ও ধীমান নাথের পরিচালনায় গীতা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গীতা প্রতিযোগিতা ও মনোজ্ঞ এক ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
এতে পশ্চিম জিরি উৎসব উদযাপন পরিষদ-২০২৫ এর সভাপতি বাবু রিটন কুমার শীল ও সাধারন সম্পাদক বিপ্লব কান্তি দাশের পরিচালনায় অনুষ্টিত এ গীতাযজ্ঞের সমগ্র অনুষ্টানের পৌরহিত্য করেছেন চটগ্রামের ফতেয়াবদ ব্রহ্মানন্দ যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজ। অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিভিন্ন মঠ-মন্দিরের সাধুসন্ত যথাক্রমে শ্রীমৎ স্বামী স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ,উওমানন্দ গিরি মহারাজ,সজলানন্দ গিরি মহারাজ,জগদিশ্বরানন্দ ব্রহ্মচারী,রপকানন্দ ব্রহ্মচারী,পুলকানন্দ ব্রহ্মচারী,রামানন্দ ব্রহ্মচারী,তাপসানন্দ ব্রহ্মচারী,চৈতন্য ব্রহ্মচারী।
আরো উপস্হিত ছিলেন উৎসব উদযাপন পরিচালনা পরিষদের ভক্তপ্রবর বাবু মিলন শীল,বাবু নির্মল শীল,বাবু সাধন শীল,বাবু বাবুল নাথ,বাবু দীপক নাথ,বাবু রূপন শীল,বাবু উৎপল শীল,বাবু রাখাল শীল,বাবু শিবু শীল,বাবু পরিমল শীল প্রমুখ।
উল্লেখ্য বিকেল ৪টায় বেদ মন্ত্র পাঠে গীতাযজ্ঞের পূর্ণাহুতি ও মাঙ্গলিক প্রার্থনা এবং এক দীক্ষাদান অনুষ্টানের মাধামে অনুষ্টানের সমাপ্তি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট