অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চটগ্রাম-১২ পটিয়া আসনে বাংলাদেশ আঃমীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বিগত ৭ই জানুয়ারীর-২০২৪ রবিবার অনুষ্টিত নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করার মাধ্যমে সংসদ সদস্য হিসেবে পটিয়ার জনগনের সেবক হিসেবে মহৎ দায়িত্ব পালন করার সুযোগ সৃষ্টি হওয়ায় আজ সোমবার(৮ই জানুয়ারী)পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন এলাকার নিচিন্তাপুর গ্রামবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানানো হয়েছে।
এ সময়ে উপস্হিত ছিলেন নিশ্চিন্তাপুর গ্রামের সমাজসেবক বাবু রতন মল্লিক, সুমন দাশ,শিবুপদ মল্লিক, দীপক কানুনগো,তাপস দাশ, চন্দন বিশ্বাস, ডা: রতন মল্লিক, রাতুল মল্লিক,ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু প্রমুখ।