অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন চটগ্রাম পটিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মহানগর যুবলীগোর যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান দিদারুল আলম দিদারের সাথে উপজেলার ১২নং হাইদগাঁও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করা হয়েছে।
বুধবার(১০ই জুলাই) দুপুর ১টার দিকে এ ফুলের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ে উপস্হিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আবদুর রাজ্জাক চৌধুরী,ইউপি সদস্য যথাক্রমর ফয়জুল আবেদিন সজীব,বাবু টিটু দে,আবুল কাশেম,রাসুল হাদ্দাম করিম,বাবু রনজিৎ চৌধুরী,ইউপি’র(৪.৫.৬ নং) ওয়ার্ড মহিলা সদস্য রেখা দাশ,ইউপি’র(৭.৮.৯ নং) ওয়ার্ড সদস্য তজলিমা নুর প্রমুথ।
উল্লেখ্য এ মতবিনিময় সভায় চেযারম্যান ও ইউপি সদস্যরা ইউনিয়নের অসমাপ্ত কাজ গুলো দ্রুত এগিয়ে নেওয়ার এক আবেদন জানালে নবনির্বাচিত চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেন,অতি অল্প সময়ের মধ্যে বা বর্ষা মৌসুম কেটে যাওয়ার পর উপজেলার প্রতিটি ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো শুরু করার চেষ্টা করব একথা সহ আরো অনেক কথা বলেন তিনি।