অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন ৪নং ওয়ার্ড এলাকার দক্ষিন জিরি তালিমুল কোরান নুরানী মাদ্রাসার নব-নির্মিত ভবন শুভ উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা কোরান তেলোয়াতের মাধ্যমে অনুষ্টিত হয়েছে।
গত শুক্রবার(২৮শে জুন) দক্ষিন জিরি ঐক্য পরিষদের এপ্রোভেল চেয়ারম্যান হাজী মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক নাছির এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলাকার কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী সমিতির চেয়ারম্যান হাজী মোঃ বেলাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব আমীর মোহাম্মদ,সমাজসেবক আবুল হোসেন বাবুল,আবু তাহের,মেম্বার লুৎফর রহমান,হাজী মোহাম্মদ ইসাহাক,আবদুল করিম,দিদারুল ইসলাম,হাসান বাবু,হাজী আমির মোহাম্মদ,মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদানকারী আবু তাহের (বি.কম),হাজী জাকারিয়া লোকমান,হাজী সেকান্দর রশিদ,হাজী নুরুন্নবী,হাজী ইসাহাক,হাজী ইকবাল হোসেন,হাজী নুরুল আবছার।আরো উপস্হিত ছিলেন শফিকুর রহমান,ইদ্রিস,বেলাল নুর,জাহাঙ্গীর,মো: হোসেন,ওসমান,সায়েম,
মোস্তাফিজ,ইসকান্দার,হাসান,
ইউনুছ,হাবীব,আরিফ,এখলাছ প্রমুখ।
উল্লেখ্য সভা শুরু পূর্ব মুহুর্তের সময়ে মাদ্রাসার নব-নির্মিত ভবনের পিতা কেটে ও ফলক উম্মোচন এব দোয়া মোনাজাতের মাধ্যমে শুভ উদ্ভোধন একযোগে ঘোষনা করেন অনুষ্টানের প্রধান অতিথি রেমিটেন্স যোদ্ধা বেলাল হোসেন ও প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব আমীর মোহাস্মদ সহ অন্যান্য অতিথি বৃন্দ।
আলোচনা সভায় বক্তরা বলেন
কোরান শিক্ষার সঠিক আলো শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।এ শিক্ষা সটিক ভাবে পেলে আলোকিত হবে সমাজ ও দেশ।এ জন্য মাদ্রাসার শিক্ষক এবং অবিভাকদের সচেতন হয়ে অসীম ভূমিকা পালন করতে হবে।এ ছাড়া পিতা-মাতারা
সন্তানের দায়িত্ববোধে যথাসময়ে ছাত্র-ছাত্রীদের মাদ্রাসার পাঠদানে পৌুঁছাতে হবে,এসব আরো কথা বলেন তারা।