অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ আজ সোমবার (২৮শে মে)চটগ্রামের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া ব্রীজের উওর পূর্বপাশে জৈনিক এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পায় স্হানীয়রা।
স্হানীয়দের মধ্যে এক ব্যক্তি জাতীয় জরুরী সেবা ৯৯৯ জানায় এ খবর।
এরপর পটিয়া থানা প্রসাসন জরুরী সেবার মাধ্যমে এ খবর পেয়ে দ্রুত ছুটে আসেন ঘটনারস্হল।
উল্লেখিত ঘটনাস্থলে সাজনা গাছের সাথে নাইলনের রশ্মি দ্বারা ব্রীজের রেলিং মুখোমুখি গলায় ফাঁস অবস্থায় পাওয়া যায়।পুলিশ ও স্হানীয়সহ ঝুলন্ত লাশটি নীচে নামানোর পর দেথা যায় ভিকটিমের নাকে ব্রীজের রেলিং এর ঘষার দাগ রয়েছে।ভিকটিমের দুই পায়ে কাদা মাটি মাখানো অবস্থায় রয়েছে।ভিকটিমের প্যান্টের পকেটে একটি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট ফটোকপি পাওয়া যায়।
এসব সূত্রে জানাযায় কর্নফুলী উপজেলার চরলক্ষ্য মৌলভীপাড়া আবুল হোসেনের নতুন বাড়ী নামক পিতা-আবুল হোসেন,মাতা- রোখেয়া বেগমের পুত্র সন্তান ভিকটিম ফেরদৌস আলম(৩১)।
জাতীয় জরুরী সেবা ট্রিপল নাইন এর ফোন কলের মাধ্যমে পটিয়া থানার অফিসার ইনচার্জ বাবু প্রিটন সরকার ও এসআই পরেশ শিকদার ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন।এসময় তাদের ধারনা অনুমান ভোর ০৪.৩০ ঘটিকা থেকে ০৬.০৫ ঘটিকার মধবর্তী যেকোন সময়ে এ ঘটন ঘটেছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও লোকজনের সহিত কথা বলে জানা যায় তাহারা অনুমান সকাল ৮ ঘটিকার সময় বর্ণিত ব্যক্তির মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছে। তাহাদের মধ্যে জনৈক ব্যক্তি জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন কলে পটিয়া থানা পুলিশকে অবগত করেন। থানা প্রসাসন কর্তৃক ভিকটিমের আত্মীয়-স্বজনদের সংবাদ প্রদান করা হয়েছে এবং
মৃত্যুর সঠিক কারন নির্নয়ের জন্য মৃতদেহের ময়না তদন্তের জন্য কার্যক্রম প্রক্রিধীন।