অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন এলাকার বিশ্বম্বর ভগীরত উপাসনালয়ে তিনদিন ব্যাপী বিষ্ণু বিগ্রহ স্হাপনের ২৪তম প্রতিষ্টা বার্ষিকী ও দিব্যগোলকধাম প্রাপ্ত মাতৃ-পিতৃদেব গুরুজনদের স্মরনে শ্রীশ্রী চন্ডীপাঠ,শ্রীমদ্ভগবদ গীতাপাঠ,ভক্তিগীতি,লীলাকীর্ওন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ প্রতিবছরের ন্যায় এবার আগামী ২০,২১,২২শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার,শুক্রবার,শনিবার এ মন্দির প্রাঙ্গনে অনুষ্টিত হইবে।
অনুষ্টান মালায় রয়েছে ২০শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার ভোর ০৬টায় মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্টানের শুভ সূচনা।এরপরবর্তী সময়ে শ্রীশ্রী চন্ডীপাট,শ্রীমদ্ভগবদ গীতাপাট ও ভক্তিগীতি,শ্রীশ্রী বিষ্ণু পূজা ও ভোগারতি শেষে সন্ধ্যা ৭টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস ও লীল কীর্তন এবং আনন্দবাজারে অন্ন প্রসাদ বিতরন।
মহতী এই অনুষ্টানমালার তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস ও লীলা কীর্ওন পরিবেশন করবেন বিশিষ্ট লীলা ও অধিবাস কীর্ওনীয় শ্রীমৎ অখিল বন্ধু ব্রহ্মচারী।
এরপর ২১শে ফ্রেব্রুয়ারী রোজ শুক্রবার উষালগ্নে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়ে ২২শে ফ্রেব্রুয়ারী রোজ শনিবার ভোরে তারকব্রহ্ম মহানাম যজ্ঞের পূর্ণাহুতি ও নন্দোৎসবের মাধ্যমে সমাপ্তি ঘটবে।
এ উপলক্ষে গত শুক্রবার(৭ই ফেব্রুয়ারী)বিকেলে মন্দির প্রাঙ্গনে এই অনুষ্টানের আয়োজক বিশিষ্ট সমাজসেবক অরুন কান্তি নাথ মহাজন ও পরিবারবর্গের উদ্যোগে এই ধর্মীয় মহৎ অনুষ্টান পরিচালনা সুশৃংখলা রক্ষাসহ সার্বিক সহযোগিতা ও সফলতা কামনায় স্হানীয় বাসিন্দা সুধীজনদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
বিশিষ্ট শিক্ষাবিদ(অবঃ)বাবু মন্টু বিকাশ নাথের সভাপতিত্বে এবং বাবু রূপন কান্তি নাথের সঞ্চালনায় অনুষ্টিত সভায় আর্শীবাদক হিসেবে বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরী মহারাজ,শুভেচ্ছা বক্তব্য রাখেন বাবু অরুন কান্তি নাথ মহাজন,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাবু অনিল কান্তি নাথ মহাজন,সমাজসেবক বাবু সুনীল কান্তি নাথ।বক্তব্য রাখেন বাবু দয়াল হরি নাথ মহাজন,বাব নিমাই নাথ,বাবু প্রনব কুমার নাথ মহাজন,সমীরন কান্তি নাথ মহাজন,সাংবাদিক অরুন কান্তি নাথ,বাবু তপন কান্তি নাথ মহাজন,মানিক চন্দ্র নাথ,বাবু প্রনব কুমার নাথ,বাবু সজল কান্তি নাথ,বাবু খোকন নাথ,বাবু ঝুন্টু নাথ,বাবু সনব নাথ,বাবু টিটু কান্তি নাথ,সাগর নাথ,রাজ নাথ।
উপস্হিত ছিলেন সুনীল নাথ,মেঘনাথ নাথ,বৈকুন্টু নাথ,প্রফুল্ল নাথ,সুখেন্দু নাথ দিলীপ নাথ,বাদল নাথ,মিটু দেব নাথ,মৃনাল নাথ,পিন্টু নাথ সহ স্হানীয় আরো ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য এ সভা শেষে অনুষ্টান সফলতার সার্বিক মঙ্গল কামনা উপস্হিত সুধীজন মধ্যকার একযোগে এক প্রার্থনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।