অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার জিরি(নাথপাড়া)এলাকার বিশ্বম্বর ভগীরত উপাসনালয়ে প্রতিবছরের ন্যায় এবার রত্নাগর্ভা শ্রীমা পরমেশ্বরী অবধূতের ১১তম তিরোধান দিবস পালিত হয়।
বৃহস্পতিবার(১৩ই মার্চ) এ উপলক্ষে স্বর্গীয়া শ্রীমা পরমেশ্বরী অবধূতের নিজের জন্মদান জাত সুযোগ্য সন্তানদের উদ্যোগে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনায় দিনব্যাপী ধর্মীয় নানান মাঙ্গলিক অনুষ্টানের আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এতে দিনব্যাপী অনুষ্টানমালায় চন্ডীপাঠ, শ্রীমদ্ভগবদ গীতায় পুস্পদান, অন্নদান, বস্ত্রদান অনুষ্টান সহ এক স্মৃতিচারন স্মরন সভা অনুষ্টিত হয়েছে।
শিক্ষিকা শ্রীমতি স্বর্ণলতা দেবী(অব:) সভাপতিত্বে এবং বাবু বিবেকানন্দ নাথের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চটগ্রাম দক্ষিন জেলা হিন্দু মহাজোট সভাপতি ও চটগ্রাম লোকনাথ সেবক সংঘ সহ-সভাপতি ডাঃ প্রবীর শংকর দাশ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিরি ইউপির বার বার নির্বাচিত সদস্য ও বিএনপি নেতা জনাব লুৎফুর রহমান।বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে বক্তব্য রাখেন হিন্দু মহাজোট চটগ্রাম বিভাগ উপদেষ্টা ও মীর গ্রুপ ইন্ডাষ্ট্রির জি এম বাবু বাবু শ্যামল দাশ,শ্রীমৎ স্বামী সুধীরানন্দ অবধূত, সমাজসেবক বাবু অনিল কান্তি নাথ মহাজন।
বিশিষ্ট সমাজসেবক ও প্রয়াতের সুযোগ্য সন্তান বাবু অরুন কান্তি নাথ মহাজন তার স্বাগত বক্তব্যকালে বলেন,আমার জন্মধারীনি পরম মমতাময়ী মা পরমেশ্বরী অবধূত আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন দীর্ঘবছর হয়।মায়ের ঋন কোন মতেই প্রতিদানে শোধ করার মত নয়।তারপরও মায়ের উদ্দেশ্যে এই ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে আপনাদেেরকে প্রতিবছর আমাদের পরিবারের সামনে এনে আমরা পরমমায়ের স্নেহভরা সাধ উপভোগ করি।আপনারা আমার মা ও বাবা সমতুল্য হিসেবে আমার স্বর্গবাসী মায়ের আত্মার শান্তি কামনাসহ আমার পরিবারের জন্য আর্শীবাদ করবেন,এসব আরো কথা উপস্হিত সুধীজনের উদ্দেশ্যে বলেন তিনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রয়াতের সন্তান সমাজসেবক বাবু বৈকুন্টু মোহন নাথ,সমাজসেবক বাবু সমীরন কান্তি নাথ,প্রয়াতের স্নেহধন্য দেবর ভাতুষ্পুত্র সমাজসেবক বাবু তপন কান্তি নাথ এবং নাতনি ডাঃ সাথী দেবী।
এসময়ে উপস্হিত ছিলেন সাংবাদিক অরুন কান্তি নাথ,বাবু সনব কান্তি নাথ,মাষ্টার খোকন কান্তি নাথ প্রমুখ।
এছাড়া গীতাযজ্ঞে পৌরহিত্য করেন শ্রীমৎ স্বামী সুধীরানন্দ অবধূত,শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরী মহারাজ সহ বিভিন্ন মঠ-মন্দিরের সাধুসন্ত বৃন্দ।
শ্রীমদ্ভগবদ গীতাপাঠে ছিলেন বাবু ঝুুন্টু দেব নাথ ও তার দল।
উল্লেখ্য জিরি, মহিরা,মালিয়ারা,নিচিন্তাপুর গ্রামের বাসিন্দার প্রায় পাঁচ শতাধীক গরীব,অসহায়,হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শাড়ী, লুঙ্গি বিতরন করা হয়েছে মর্মে এক সূত্রে জানা যায়।