অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
জেলা সমবায় অফিসার চটগ্রাম কার্যালয় ১৩ই মে-২০২৪ এক আদেশ মূলে পটিয়া উপজেলার ঐতির্যবাহী জিরি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্হাপনা কমিটির ত্রি-বর্ষিক নির্বাচন উপলক্ষে এক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।এ কমিটি ভোট গ্রহন প্রক্রিয়া তারিখ ঘোষনা করা করেন।এতে ভোট জিকু সমিতির সদস্যদের হতে গ্রহন করা হবে।এরই মধ্যে ৬ সদস্য বিশিষ্ট ব্যবস্হপনা কমিটির মধ্যে নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান পদে লাকী দেবী ও ভিবিন্ন পদে মোট ৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন মর্মে নির্বাচন পরিচালনা কমিটি এক পরিপত্র সূত্রে জানা যায়।
এতে সাধারন সম্পাদক পদের পদটির জন্য দুইজন প্রতিদ্বন্ধী প্রার্থী হওয়ায় নির্বাচনে ভোটা ভূটির আয়োজন করা করেছেন তারা।ভোটারদের জন্য কেন্দ্রে ৫টি ভূত সৃষ্টি করার মাধ্যমে সম্পূর্ন গনতান্ত্রিক প্রক্রিয়ায় সমিতির সদস্যদের ভোট গ্রহন করা হয়,এমন চিত্র সরেজমিন জানা যায়।
শনিবার(৬ই জুলাই) নির্বাচন পরিচালনা কমিটির জেলা ও উপজেলা সমবায় কর্মকর্তারা সকাল ৮ থেকে সমিতির সদস্যদের থেকে ভোট গ্রহন শুরু করে বিকাল ৪টায় ভোট গ্রহন বন্ধ হয়।এরপর শুরু হয় ভোট গননা।
জিরি কো-অপারেটিভ ক্রিডিট ইউনিয়ন লি: (জিকু)র সদস্য সংখ্যা প্রায় ১৯ শতাধীকের কাছাকাছি।এর মধ্যে ৪২৭ জন সদস্য ভোট প্রদান করেন।তার মধ্যে ৫ টি ভোট বাতিল হয়,মোহাম্মদ এরফান এর আম মার্কা ৪১ ভোট পান।অপরদিকে নজরুল ইসলামের মই মার্কা ৩৮১ ভোট পেয়ে ৩৪০ টি ভোটের ব্যবধানে বিজয়ী হন মর্মে এক ঘোষনায় জানান নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ববান ব্যাক্তি।
এসময়ে উপস্হিত ছিলেন নির্বাচন পটিয়া উপজেলা সমবায় অফিসার ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রাসেল চৌধুরী,জিকু নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা সমবায় অফিসার বিপ্লব চক্রবর্ওী,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য টিটু কুমার নাথ।সাবেক ট্রেজারার বাবু রূপন কান্তি নাথ।
উল্লেখ্য জিকু এর ৬ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক ব্যবস্হাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন লাকী দেবী, ভাইস চেয়ারম্যান বিভুতি শীল,সাধারন সম্পাদক নজরুল ইসলাম,আলমগীর ট্রেজারার,ইয়াছমিন আকতার ডিরেক্টর,মোহাম্মদ হাসান ডিরেক্টর হিসেবে সমিতির দায়িত্বপ্রাপ্ত হন।