অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার ঐতির্য্যবাহী জিরি জনকল্যান সংঘের উদ্যোগে সংগটনের মাঠে এক দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্টিত হয়েছে।
মীর গ্রুপ প্রতিষ্টাতা বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী মরহুম হাজী মীর আহমদ সওদাগর,সুবেদার গ্রুপ প্রতিষ্টাতা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ্ব লোকমান হাকিম,যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসিন খান ও সংগটনের প্রয়াত সদস্যদের স্মরনে এ অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
শুক্রবার(২১শে জুন) বিকেলে সংগটনের আহব্বায়ক সামশুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহব্বায়ক আফাজুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সমাজসেক যথাক্রমে কুলসী ক্লাব সভাপতি সামশুল আলম,মীর গ্রুপ পরিচালক আবদুস সালাম, নুরুল আবছার,বদিউল আলম সওদাগর,নজরুল ইসলাম,সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম,চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু।
আরো বক্তব্য রাখেন মীর হাছান,জসিম উদ্দিন,
নসুরুল্লাহ খান রাশেদ,
মোহায়মিনুল ইসলাম পাপ্পু,মেম্বার নাছির উদ্দিন চৌধুরী,মোঃ এয়াকুব প্রমুখ।
শোক বার্তা পাট করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মহসিন খান স্মৃতি স্মরনে শাহজাহান বাহাদুর,মরহুম লোকমান হাকিম স্মৃতি স্মরনে আবু বক্কর সিদ্দিকী,মীর আহম্মদ সওদাগর স্মৃতি স্মরনে ফরিদুল আলম।
উল্লেখ্য সভা শুরুর পূর্ব মুহুর্তে এ স্মরন সভার প্রয়াত মরহুমদের আত্মার মাগফেরাৎ কামনায় দোয়া-মোনাজাত ও তিন মিনিট নীরবতা পালন করা হয়েছে।জনকল্যান সংঘ অতীত কর্মকান্ডে চটগ্রাম তথা পটিয়ায় প্রগতিশীল ভাবাপপ্নে সামাজিক,সাংস্কৃতিক,ক্রীড়াসহ নানা মুখী সামাজিক কাজে অগ্রনী ভূমিকা রেখে প্রসংসনীয় হয়ে এক অনন্যা সুনাম অর্জন রয়েছে।সরকারি রেজিষ্ট্রার্ট ভুক্ত এ সংগটনটি কোন অদৃশ্য কারনে দীর্ঘদিন যাবৎ সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকায় সমাজের মানুষের অপূরনীয় ক্ষতি হয়েছে।
এবার নতুন আঙ্গিকে নবগঠিত আহব্বায়ক কমিটির উদ্যোগে সংগটনের সকল সদস্যদের প্রেরনার উৎস সঞ্চারের মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে আবারো সমাজের কাজে এগিয়ে আসার এক আহব্বান জানান সভার বক্তরা।এ ছাড়া মরহুম বিশিষ্ট সমাজসেবক ও প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা ও পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান তারা।