অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচন,সামাজিক উন্নয়ন এবং এলাকার সার্বিক বিভিন্ন উন্নয়ন বিষয়ে গতকাল শুক্রবার (১১ই আগষ্ট) বিকেলে চটগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন ৪ ও ৫ নং ওয়ার্ড এলাকার সনাতন ধর্মালম্ভী সম্প্রদায়ের সাথে জাতীয় সংসদের হুইপ ও পটিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরীর এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
এ সভা ওই এলাকার ঐতির্য্যবাহী সার্বাজনীন জগন্নাথ মন্দিরে এডভোকেট স্বপন কান্তি নাথ এর সভাপতিত্বে এবং দীপক নাথের পরিচালনায় অনুষ্টিত হয়েছে।
এতে বিশেষ অতিথি ছিলেন চটগ্রাম জেলা পরিষদের সদস্য ও জেলা আ,মীলীগ নেতা বাবু দেবব্রত দাশ দেবু,ইউনিয়ন আ,মীলীগ সভাপতি আজিমুল হক,সাধারন সম্পাদক চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু,উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু,উপজেলা আ,মীলীগ সহ- সভাপতি আব্দুল্লাহ আল হারুন,হুইপের একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন সমাজসেবক অরুন কান্তি নাথ মহাজন,এডভোকেট স্বপন কান্তি নাথ,সমাজসেবক বিদ্যুৎ চন্দ্র নাথ,বিচিত্র রন্জন নাথ,ডাঃ দুলাল কান্তি নাথ,মিলন কান্তি নাথ,বাবুল চন্দ্র নাথ,অমল নাথ মহাজন,বীর মুক্তিযোদ্ধা সন্তান অরবিন্দ নাথ,অনিল নাথ মহাজন,জিকু কো-অপারেটিভ পরিচালক বাবু খোকন নাথ।
এ সময়ে উপস্হিত ছিলেন জিরি ইউনিয়ন আ,মীলীগ সাবেক সাধারন সম্পাদক রবিউল আলী, উপজেলা যুবলীগের আহব্বায়ক হাছান উল্লা চৌধূরী,যুগ্ম আহব্বায়ক ইমরান উদ্দিন বশির,মাষ্টার রিটন নাথ,সদস্য এনাম মজুমদার,মোঃ ফোরখান,সাংবাদিক অরুন নাথ,জিরি ইউনিয়ন আ,মীলীগ নেতা শাহাজাহান বাহাদুর,সুশীল নাথ,এনায়েত মোস্তফা রোমেল,যুবলীগ সভাপতি মোঃ শওকত,জিরি ৪নং ওয়ার্ড আ,মীলীগ সভাপতি মেজবা উদ্দিন সোহেল,সাধারন সম্পাদক প্রিয়তোষ নাথ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইদ্রিছ ইমু,সাধারন সম্পাদক আব্দুর রহিম,জগন্নাথ মন্দির পরিচালনা পরিষদ সভাপতি অটল নাথ,সাধারন সম্পাদক বিবেকান্দ নাথ,অর্থ সম্পাদক তপন নাথ,রূপন নাথ প্রমুখ।
উল্লেখ্য এ মতবিনিময় সভায় হুইপ সামশুল হক চৌধুরী এমপি প্রধান অতিথির বক্তব্যকালে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসম্প্রদায়িক ব্যক্তিত্ব।তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ধারায় দেশ পরিচালনায় শান্তি প্রতিষ্টা বিরাজমান এবং দেশের সর্বক্ষেত্র উন্নয়ন ভিষনে বিশ্বে রোল মডেল স্বীকৃতি লাভ করে এসব আরো কথা বলেন তিনি।আপনাদের জগন্নাথ মন্দিরের উন্নয়নের জন্য পূর্বেও প্রধানমন্ত্রীর অনুদান দিয়েছি।প্রয়োজনে আবারো যাহা প্রয়োজন দিব কথা দিলাম।দেশের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয নির্বাচনে নৌকা প্রতিক বিজয় করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে আপনাদের সহযোগিতা কামনা করছি,এভাবে আরো অনেক কথা বলেন তিন।