অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ আজ শনিবার(১৫ই জুলাই) সকাল ১১টা নাগাদ চটগ্রামের পটিয়া উপজেলার জিরি খলিল-মীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন শুভ উদ্ভোধন ও এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধূরী।তিনি এ অনুষ্টানে যোগদান করার বিদ্যালয়ের বিশাল মাঠে ছাত্র-ছাত্রীদের সৌজন্য শুভেচ্ছা সম্মাননা সালামী প্রদান,জাতীয় সংগীত অনুষ্টানে মিলিত হয়।এরপর সময়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদও চটগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন ৪র্থ তলা ভিত বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের ফলক উম্মোচন ও ফিতা কেটে শুভ উদ্ভোধন করেছেন।এসময়ে বিদ্যালয়ের মাঠে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ বৃক্ষ চারাগাছ বিতরন শেষে বিদ্যালয়ের কনফারেন্স হল প্রাঙ্গনে এক বিশাল অভিভাবক সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
এ অভিভাবক সমাবেশ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আবদুস সালাম এর সভাপতিত্বে সহকারী শিক্ষক দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত হয়।
এতে গেষ্ট অব অনার অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও কেডিএস গ্রুপ চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব খলিলুর রহমান,গেষ্ট অব অনার অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্টাতা ও মীর গ্রুপের চেয়ারম্যান দানবীর আলহাজ্ব মীর আহম্মদ সওদাগর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন,আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক জনাব আহমেদুল হক,চটগ্রাম শিক্ষা অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার,পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবু রমাকান্ত মজুমদার,চটগ্রাম জেলা পরিষদের সদস্য ও জেলা আ,মীলীগ নেতা দেবব্রত দাশ দেবু,দক্ষিন জেলা আ,মীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু প্রদীপ দাশ,উপজেলা আ,মীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরী।
আরো উপস্হিত ছিলন বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খুরশিদ আলম,চটগ্রাম ক্রিসেন্ট লজিষ্টিক চেয়ারম্যান ও বিশিষ্ট দানবীর বাবু নিপুর চৌধুরী,হুইপের একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী,জিরি ইউপি চেয়ারম্যান ও আ,মীলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খান টিপু,উপজেলা আ,মীলীগ সহ-সভাপতি আব্দুল্লাহ আল হারুন,জিরি ইউনিয়ন আ,মীলীগ সভাপতি আজিমুল হক,সাবেক সাধারন সম্পাদক রবিউল আলী,সহকারী প্রধান শিক্ষক অণিতা চক্রবর্তী,শিক্ষিকা রূপা দাশ,শিক্ষক রিটন কুমার নাথ,সন্তুোষ কুমার চৌধুরী,আলী জাবেদ,জিয়াউল হক,সুশান্ত চক্রবর্তী,রাশেদ্ ছিদ্দিকী,সাবিকুন নাহার,জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
উল্লেখ্য অভিভাবক সুধী সমাবেশ অনুষ্টানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে উপস্হিত সমাসীন অতিথিদের মাঝে মনো মুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীত পরিবেশনায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় অনুষ্টান স্হলের অতিথি ও সুধীজন।
এ সময়ে বিদ্যালয়ের শিক্ষার্থী যারা সংগীত পরিবেশনা ও বক্তব্যে যোগদান করেছেন তাদের মাঝে পুরস্কৃত উপহার স্বরূপ অনুষ্টানের প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত তহবিল নগদ অর্থ প্রদান করা হয়।