অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)
প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার জিরি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড(জিকু)র দুই হাজারের অধিক সদস্যগন সাথে নিয়ে ২৮তম বার্ষিক সাধারন সভা অনুষ্টিত হয়েছে।
এতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং সমিতির পতাকা উওোলন,কোরান তেলোয়াত,শ্রীমদ্ভগবত গীতা পাটের মাধ্যমে এ বার্ষিক সাধরন সভার কার্যক্রম শুরু হয়েছ।
গত শুক্রবার(২৬শে জুলাই) বিকেল ৩টায় জিকু সমিতির নিজশ্ব মাট প্রাঙ্গনে জিকু পরিচালনা পরিষদের বোর্ড অব ডিরেক্টের সভাপতি এবং সমিতির প্রতিষ্টাতা লাকী দেবীর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট বিভূতি শীল এর সঞ্চালনায় এ সাধারন সভা অনুষ্টিত।
এতে প্রধান অতিথি ছিলেন কালব “ঝ” অঞ্চল ডিরেক্টর বাবু আশীষ দাশ।বিশেষ অতিথি ছিলেন চটগ্রাম জেলা কালব ব্যবস্হাপক সাজেন অং,সিইও বাবু রুপন কান্তি নাথ শিক্ষক মোঃ এরফান,
সেক্রেটারী মো: নজরুল ইসলাম,ট্রেজ্রারার মোঃ আলমগীর,ডিরেক্টর ইয়াছমিন আকতার,মো: হাসান,অফিস সহকারী বাবু টিটু নাথ প্রমুখ।
উল্লেখ্য সভা শেষে উপস্হিত জিকু সমিতির সদস্যগনের মাঝে সমিতির বার্ষিক আয়-ব্যয় হিসাব প্রধান করা হয়।এবং সমিতির সদস্য যারা ঋন নিয়ে ঋন খেলাফি হিসেবে গন্য হয়েছেন তাদের থেকে যে কোন উপায়ে ঋন আদায় করে সমিতির উন্নয়ন ফান্ড বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য নবনির্বাচিত পরিচালনা পরিষদের দায়িত্বরত নেতৃবৃন্দের প্রতি এক আহব্বান জানান সমিতির সচেতন সদস্যবৃন্দরা।