1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে অস্ত্রসহ ১৬ মামলার আসামী আটক শীতবস্ত্র বিতরণকালে সিডিএ’র বোর্ড মেম্বার প্রকৌশলী মনজারে খোরশেদ আলম শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে চবি ভর্তি পরীক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব চন্দনাইশ গাছবাড়িয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নিবার্চন সম্পন্ন- সভাপতি নজরুল ইসলাম আবদুল, সাধারণ সম্পাদক মো. আবু ছৈয়দ চৌধুরী চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সম্পাদক মো. সবুজ বোয়ালখালীতে সুলভ মূল্য সিলিন্ডার গ্যাস বিক্রয় করবে প্রশাসন নোয়াখালীতে ২ স্কুলে চুরির ঘটনা ঘটেছে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার বোয়ালখালীতে দুই দিনব্যাপী ওরসে গাউসুল আজম দস্তগীর ও মিলাদ মাহফিল সম্পন্ন

পটিয়ায় জিরি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(জিকু)’র ২৯তম বার্ষিক সাধারন সভা

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
পটিয়া উপজেলার স্বনামধন্য জিরি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (জিকু)সমিতির প্রায় দুই হাজার সদস্য বৃন্দ নিয়ে প্রতি বছরের ন্যায় এবার ২৯তম এক বর্ণাঢ্য বার্ষিক সাধারন সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৬শে এপ্রিল) বিকেলে সমিতির নিজস্ব মাঠে জাতীয় সংগীত পাঠে জাতীয় পতাকা ও সমিতির পতাকা উওোলন এবং ধর্মীয় মর্যাদা কোরান তেলোয়াত, শ্রীমদ্ভগবদ গীতাপাটের মাধ্যমে জিকু প্রতিষ্টাতা ও সমিতির বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষিকা শ্রীমতি লাকী দেবীর সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান বিভূতি শীল বিভূর সঞ্চালনায় এ সাধারন সভা অনুষ্টিত।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা সমবায় অফিসার জনাব শফিউল আলম।
প্রধান বক্ত হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা সমবায় অফিসার মোঃ রাসেল।যথাক্রমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিকু এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহাম্মদ,কালব “জ” অঞ্চল সাবেক সাবেক ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা আবদুস ছওার ভূঁইয়া,জিকু সমিতির সিইও বাবু রূপন কান্তি নাথ,বুধপুরা
-পিঙ্গলা মফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এরফান,পাহাড়তলী রয়েল কো-অপারেটিভ পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান।
আরো বক্তব্য রাখেন জিকু সমিতির যতাক্রমে সাবেক ভাইস চেয়ারম্যান শিক্ষিকা(অবঃ)স্বর্নলতা দেবী,সীমা দেবী,সাবেক ডিরেক্টর মৌসুমী সুশীল,জিকু সমিতির সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম,ট্রেজারার মো: আলমগীর,ডিরেক্টর ইয়াছমিন আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন,সমবায়ের সুফল হলো একে অপরের সাথে যুক্ত থাকা,যেমন জিকু সমিতির অংশীদার সকল সদস্য।সমিতি প্রতিষ্টালগ্ন থেকে সকল সদস্যের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে জিকু একটি বড় প্রতিষ্টান রূপে আয়-রোজগার লভ্যাংশে আজ অনেক দুর এগিয়ে সফলতায় এগিয়ে যাচ্ছে।এই সফলতার লভ্যাংশ সকল সদস্য ভোগ করবে এবং পাবে।সদস্যদের মধ্যে কেউ ক্ষুদ্র ব্যবসা-বানিজ্য করে স্বাবলম্ভী হতে চান সমিতি থেকে ঋন নিয়ে জীবন চাকা ঘুরাতে পারবেন।এ ব্যাপারে সমিতির পরিচালনা পরিষদ সহযোগিতায় আপনার পাশে দাড়াবে।আপনারা পরিবারে নানান খরছের মাঝে সঞ্চয় করার মনোভাবে মানসিকতা পরিবর্তন করতে হবে।এই ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে একদিন বড় আকারের খরছ পরিবারের ব্যয় নির্বাহে কাজে আসবে,এইভাবে আরো অনেক কথা বলেন তারা।
উল্লেখ্য সমতির সদস্যদের মাঝে রাফেল লটারী ড্র অনুষ্টানের পুরস্কার বিতরন শেষে এ সভার সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট