নিজস্ব সংবাদদাতা, পটিয়া:-
চট্টগ্রামের পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগের
উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করছে। শনিবার বিকেলে আদালত রোড সংলগ্ন এলাকা থেকে মিছিল নিয়ে পটিয়া পৌরসভার বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। এর আগে পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মোজাম্মল হক মাজুর নেতৃত্বে সকালে পটিয়া কেন্দ্রীয় সৃতিসৌদে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ইউসুফ নবী টিপু, সুমন চৌধুরী, সাইফুল ইসলাম, এয়াকুব মাঝি, মহিউদ্দিন সহ শতশত জাতীয় শ্রমিকলীগ নেতা কর্মীর উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শফি নৌকার প্রার্থী প্রবীন বর্ষীয়ন জননেতা আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরীকে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানান।