1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৮ জুন ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী সুবর্ণচরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ বোয়ালখালীতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান বোয়ালখালীতে অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত ও মজুদের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ডোবায় পড়ে বোয়ালখালীতে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু বোয়ালখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক, খোয়া গেল অটোরিকশা-মোবাইল-নগদ টাকা নাচ-গান-আবৃত্তিতে প্রত্যয়ের বর্ষাবরণ পটিয়ায় ঐতিহাসিক হাজী আনোয়ার আলী জামে মসজিদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সোনাইমুড়ী প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে পকেট কমিটি নয়, ত্যাগীদের স্বীকৃতি চাই: বোয়ালখালী বিএনপি

পটিয়ায় কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আলহাজ্ব আহমদ নবী সওদাগরের কবরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ নুরুল আবছারের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

৭ মে ২০২৪ মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে আলহাজ্ব আহমদ নবী সওদাগর এর পারিবারিক কবরস্থানে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আহমদ নবী সওদাগর’ র কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন , কবর জিয়ারত, দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং স্থানীয় একটি রেস্তোরায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ নুরুল আবছার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মোনাফ চৌধুরী, জেলা কৃষকলীগ নেতা এম এ শাকুর পটিয়া উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান, উপজেলা কৃষকলীগ নেতা মো. তৈয়ব রশিদ, জিরী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. নোমান, পটিয়া উপজেলা যুবলীগ নেতা মো. ইদ্রিস, মো.আহমদ নূর, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আবিদ, সাজ্জাদ, রনি প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ নুরুল আফসার বলেন, আহমদ নবী সওদাগর কৃষক নেতা তৈরির কারিগর ছিলেন। আজ আহমদ নবী সওদাগর নেই, কিন্তু তার ঐকান্তিক প্রচেষ্টাগুলো আজ সফল। তিনি গ্রামে গ্রামে ঘুরে যে কৃষক লীগ সংগঠিত করেছিলেন আমরা যেন তার মতোই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তার নির্দেশিত পথে চলি। বিশেষ অতিথি সৈয়দ মিয়া হাসান বলেন, আহাম্মদ নবী সওদাগর একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছিলেন এবং সারা জীবন রাজনীতির জন্য উৎসর্গ করেছেন তিনি অত্যন্ত পর উপকারী মানুষ ছিলেন সব সময় গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থাকতেন এলাকার মানুষদের খোঁজখবর নিতেন নেতা কর্মীদের খোঁজখবর নিতেন তাদেরকে ভালোবাসতেন দলের জন্য নিজের সর্বোচ্চটুকু ত্যাগ দিতেন। জিরি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. নোমান বলেন, আমরা দেখেছি আহাম্মদ নবী সওদাগর সব সময় আওয়ামী লীগের কর্মী তৈরি করতে চেষ্টা করতেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীদের সাথে থাকতেন উনার বাসায় তারা সবাই আসতেন । তিনি দেশকে ও দেশের মানুষকে অকৃত্রিম ভালোবাসতেন । তিনি অত্যন্ত সৎ, আদর্শিক, ধার্মিক ও মানবিক মানুষ ছিলেন। তিনি বিভিন্ন স্কুল-কলেজের দাতা সদস্য ছিলেন। আলহাজ্ব আহমদ নবী সওদাগর পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত মার্জিত ভদ্র ও শান্ত স্বভাবের ছিলেন। তিনি এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তিনি কেন্দ্রীয় রাজনীতি চট্টগ্রাম দক্ষিণ জেলা রাজনীতি ও পটিয়া উপজেলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট